নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএম পরিচালিত পুরাতন পঞ্চায়েতের হেরুকা এলাকায় কয়েক লক্ষ টাকার রাস্তার কাজ হয়েছে। তৃণমূলের মহম্মদবাজার ব্লক কার্যকরী সভাপতি তাপস সিংহের অভিযোগ, “পছন্দ মতো কিছু লোক আছে যাঁরা কাজই করেননি। অথচ খাতা-কলমে তাঁদেরই বেশি দিন কাজ করেছেন দেখানো হয়েছে। টাকাও দেওয়া হয়েছে। হেরুকা সংসদের সদস্য কংগ্রেসের ফজলুল হক এবং পঞ্চায়েত প্রধান নাজির হোসেন যোগসাজোস করে দিনমজুরদের ঠকাচ্ছেন।” অভিযোগ অস্বীকার করে ফজলুল হক বলেন, “সাঁইথিয়া ব্লকের দেড়িয়াপুর পঞ্চায়েতের বাগডোলা পোস্ট অফিসের মাধ্যমে হেরুকার দিনমজুর এবং তিলডাঙা ও বটডাঙা এলাকার দিনমজুরদের পুরাতনগ্রাম সমবায় সমিতির মাধ্যমে টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। কেউ না নিয়ে থাকলে তা তাঁদের ব্যাপার। পাশবই নেওয়ার প্রশ্ন ওঠে না।”
তাঁর পাল্টা দাবি, “সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই কোনও বিষয় না পেয়ে তৃণমূলের একটি গোষ্ঠী এরকম করছে।” উল্লেখ্য, এই পঞ্চায়েতে ১১টি আসনের মধ্যে সিপিএম ৬, ফরওয়ার্ড ব্লক ২, কংগ্রেস ৩। সিপিএম প্রধান নাজির হোসেন বলেন, “এ সব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আসলে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এ সব করছেন।” সুতীর্থবাবু অবশ্য বলেন, “যাঁরা একশো দিনের প্রকল্পে কাজ করতে চান তাঁদের বলেছি ফর্ম পূরণ করে দিতে। সেই অনুযায়ী কাজ দেওয়া হবে।” |