শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ |
শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে নববিবাহিত এক যুবকের। বুধবার কেতুগ্রামের ঘটনা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গোলাপ শেখ নামে ওই যুবক আত্মঘাতী হন। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই দিনই পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মৃতের দাদা আজিজুল শেখ। যুবকের স্ত্রী নুরনুসা খাতুন, শ্বশুর সামসুর আলম ও শাশুড়ি রাজি বিবিকে বৃহস্পতিবার কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামে কাঁচরা গ্রামের গোলাপ শেখের সঙ্গে স্থানীয় কান্দরা গ্রামের নুরনিসার বিয়ে হয়েছিল গত ৩০ ডিসেম্বর। বিয়ের পরে প্রথম বার শ্বশুরবাড়িতে গেলে সেখানে তাঁর উপরে মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। এর পরেই গোলাপ শেখের ঝুলন্ত দেহ মেলে।
|
পরপর তিনটি বাড়িতে ডাকাতি হল ভাতারের কাঁচগোরিয়া গ্রামে। বুধবার গভীর রাতের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক ভরি সোনা ও কয়েক হাজার টাকা ডাকাতি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, ডাকাতেরা পুলিশ সেজে এসে বলে, ওই বাড়িতে মূতির্র্ চোর রয়েছে। এ কথা শুনে বাড়ির লোকেরা বেরোলে ডাকাতি শুরু করে তারা। তবে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি হয়েছে, এমন অভিযোগ মানতে চাননি পুলিশ সুপার হুমায়ুন কবীর। তিনি বলেন, “কেউ একটা খাকি জামা বা প্যান্ট পরে এলেই তাকে পুলিশ বলে ধরে নেওয়া উচিত নয়। অভিযুক্তদের খোঁজ চলছে।”
|
মিনিকিট নিয়ে সংঘর্ষ, জখম ৪ |
বোরো ধানের মিনিকিট পাওয়া নিয়ে সংঘর্ষ হল মাধবডিহির কামারগোরিয়া গ্রামে। বুধবার বিকেলের এই ঘটনায় দুই মহিলা-সহ মোট চার জন আহত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা হাসিবুর রহমান বলেন, ‘‘মিনিকিট পাওয়ার তালিকায় নাম না ওঠায় আমাদের কিছু লোক আপত্তি তোলেন। তারই জেরে বচসা বাধে। আমরা সর্বসম্মত একটি তালিকা তৈরির চেষ্টা করছি।” মাধবডিহি থানা সূত্রে অবশ্য জানানো হয়েছে, ঘটনাটি একেবারেই অরাজনৈতিক।
|
দুই মহকুমার জন্য নতুন পুলিশকর্তা |
অতিরিক্ত পুলিশ সুপার পদ সৃষ্টি হল বর্ধমান জেলার গ্রামীণ এলাকায়। কাটোয়া ও কালনা মহকুমা নিয়ে গঠিত ওই গ্রামীণ এলাকার দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার। কাটোয়া শহরের ঘোষহাট এলাকায় হচ্ছে তাঁর দফতর। বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, আজ শুক্রবার থেকে বর্ধমানের গ্রামীণ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব নেবেন ইন্দ্র চট্টোপাধ্যায়।
|
ধান কেনা, সারে ভর্তুকি, ১০০ দিনের কাজ চালুর দাবিতে বৃহস্পতিবার আসানসোল মহকুমাশাসকের কাছে বিক্ষোভ দেখাল বিজেপি। তাদের অভিযোগ, ১০০ দিনের কাজ বন্ধ। ধান বিক্রি হচ্ছে না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা মিলছে না। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |