অব্যবস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন রাজবাঁধের একটি অনাথ আশ্রমের আবাসিকেরা। তাদের অভিযোগ, নতুন বছরের প্রথম দিন থেকে তারা অনিয়মিত খাবার পাচ্ছে। স্কুলে ভর্তি হতেও সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে আশঙ্কায় ভুগছে তারা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা। রাজবাঁধের ওই অনাথ আশ্রমটি গড়ে ওঠে ১৯৪৩ সালে। বর্তমানে আবাসিকের সংখ্যা প্রায় ৪০। রাজ্য সরকারের জনশিক্ষা সম্প্রসারণ দফতর আবাসিক পিছু মাসিক ৯০০ টাকা দেয়। তার মধ্যে ১২০ টাকা যায় আশ্রমের কর্মীর বেতন বাবদ। বাকি টাকায় আবাসিকের খাবার, জামাকাপড়, পড়াশোনা-সহ অন্য খরচ চালাতে হয়। তা সম্ভব না হওয়ায় ওই সংস্থা বিভিন্ন জায়গা থেকে সাহায্য জোগাড় করে পাঠায় ওই আশ্রমে। দেখভালকারী সংস্থার পক্ষে ইনা চৌধুরী জানান, নানা কারণে রাজবাঁধের ওই অনাথ আশ্রমটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। সেখানকার আবাসিকদের সংস্থা পরিচালিত অন্য অনাথ আশ্রমে স্থানান্তরিত করা হবে। সে কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে। কিন্তু আবাসিকেরা এই সিদ্ধান্ত মানতে নারাজ। মহকুমাশাসক আয়েষা রানী এ জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সুরাহা করা হবে।
|
পরপর ২ বাড়িতে চুরি কাজোড়ায় |
পরপর দু’টি বাড়িতে তালা ভেঙে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে অন্ডালের ইসিএলের কাজোড়া এরিয়া হাসপাতাল ক্যাম্পাসে। হাসপাতালের দুই কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও জামির খান অন্ডাল থানায় লিখিত অভিযোগে জানান, তাঁরা দু’জনেই বুধবার বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার সকালে ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা। সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
একশো দিনের কাজ চালুর দাবি |
ধান বিক্রির নিশ্চয়তা, সারে ভর্তুকি ও একশো দিনের কাজ চালুর দাবিতে বৃহস্পতিবার আসানসোল মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভ দেখাল বিজেপি-র আসানসোল জেলা কমিটি। জেলা কমিটির সাধারণ সম্পাদক পবন সিংহ জানান, দীর্ঘ দিন ধরে একশো দিনের কাজ বন্ধ। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা মিলছে না। প্রতিকারের দাবিতে এ দিন বিক্ষোভ দেখানো হয়। মহকুমাশাসককে না পেয়ে ভারপ্রাপ্ত অধিকর্তার কাছে দাবিপত্র জমা দেন তাঁরা। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
সাত মাস বেতন মিলছে না। প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার স্ত্রী-কে নিয়ে জেকে নগর কোলিয়ারির ভূগর্ভে নামার ডুলিতে বসে বিক্ষোভ দেখালেন খনিকর্মী বাসুদেব তাঁতি। কোলিয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এর জেরে দু’ঘন্টা উৎপাদন ব্যাহত হয়। প্রক্রিয়াগত ত্রুটির কারণেই বাসুদেববাবুর বেতন মেলার ক্ষেত্রে এমন বিপত্তি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।
|
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রাত পৌনে ১০টা নাগাদ জামুড়িয়ার ইকড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বনাথ বাউরি (২৬)। বাড়ি স্থানীয় বালানপুরে। |