৫৭তম জাতীয় বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতায় সোনা ও রুপো-সহ মোট ৭টি পদক জিতেছে বাংলা। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে সোনা পেয়েছে বর্ধমানের ভারতী বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জয়শ্রী পাত্র। একই বিভাগের আর্টিস্টিক যোগাসনে রুপো পেয়েছে বর্ধমান পৌর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সৌমি ঘোষ। ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দিল্লির রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলার ৪০ জনের দল যোগ দিয়েছিল।
|
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের প্রথম খেলায় দোমহানি একাদশ ৮ উইকেটে আসানসোল গ্রাম বুধা এসসি-কে হারায়। দোমহানি স্কুল মাঠের খেলায় প্রথমে ব্যাট করে বুধা মাত্র ৪৪ রান তোলে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় দোমহানি। ম্যাচের সেরা হন জয়ী দলের অভিজিৎ মণ্ডল। এই মাঠের দ্বিতীয় খেলায় জিমারি সাইন ক্লাব ২৭ রানে দোমহানি মহাদেবী ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে জিমারি ১০৭ রান তোলে। জবাবে মহাদেবীর ইনিংস ৮০ রানেশেষ হয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের টিপু সুলতান।
|
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের প্রথম খেলায় দোমহানি একাদশ ৮ উইকেটে আসানসোল গ্রাম বুধা এসসি-কে হারায়। দোমহানি স্কুল মাঠের খেলায় প্রথমে ব্যাট করে বুধা মাত্র ৪৪ রান তোলে। জবাবে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় দোমহানি। ম্যাচের সেরা হন জয়ী দলের অভিজিৎ মণ্ডল। এই মাঠের দ্বিতীয় খেলায় জিমারি সাইন ক্লাব ২৭ রানে দোমহানি মহাদেবী ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে জিমারি ১০৭ রান তোলে। জবাবে মহাদেবীর ইনিংস ৮০ রানেশেষ হয়ে যায়। ম্যাচের সেরা বিজয়ী দলের টিপু সুলতান।
|
মদনডিহি যুবক সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল এসএসসিসি। তারা দক্ষিণপাড়া টিজিসিসি-কে ৩৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে এসএসসিসি ১০৭ রান তোলে। জবাবে টিজিসিসি ৭৩ রানে শেষ হয়ে যায়। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জয়ী দলের হ্যাপি সিংহ।
|
সবনপুর সিসি আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার সালানপুর স্কুল মাঠের খেলায় জয়ী হল সালানপুর ক্রিকেট ক্লাব। তারা ৬৮ রানে মাইথন সিসি-কে হারায়। প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে সালানপুর। মাইথন ৯১ রানে শেষ হয়ে যায়। অপরাজিত ৫২ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের অমিত পাল। |