আন্দোলনে ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
স্কুলে ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র পরিষদ। সংগঠনের ময়নাগুড়ি ব্লক কমিটির তরফে বুধবার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। ময়নাগুড়ি ব্লক ছাত্র পরিষদ সভাপতি অর্ণব চক্রবর্তী বলেন, “বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ভর্তি ফি নেওয়া হচ্ছে। ফলে অভিভাবকদের উপরে আর্থিক চাপ বাড়ছে। আমরা ব্লকের সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ৬৫ টাকা ভর্তি ফি নেওয়ার দাবি জানিয়েছি।” ছাত্র পরিষদের অভিযোগ, পঞ্চম থেকে আষ্টম শ্রেণির পর্যন্ত ভর্তির সময় বিভিন্ন স্কুল বিভিন্ন হারে ফি আদায় করছে। অথচ রাজ্য সরকার ছাত্রদের বই দিচ্ছে। স্কুল উন্নয়নের টাকাও সরকার দেয়। এর পরেও কেন ২০০ টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত ফি নেওয়া হবে! যদিও স্কুল কর্তৃপক্ষ ছাত্র পরিষদের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি সরকারি নির্দেশিকা মেনে ভর্তি ফি নেওয়া হচ্ছে। স্কুল বাড়ি তৈরির জন্য সরকার টাকা দিলেও রক্ষণাবেক্ষণের জন্য সাহায্য পাওয়া যায় না। এ ছাড়া আরও অনেক খরচ রয়েছে। ময়নাগুড়ি বালিকা বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক ভবেশ সাহা বলেন, “সরকারি নির্দেশিকায় ফি ২৪০ টাকা মধ্যে রাখতে বলা হয়েছে। আমরা সেখানে ২৩০ টাকা ধার্য করি। ১৯০ টাকা স্কুল ঘর মেরামত, বিদ্যুতের মতো নানা পরিষেবার জন্য। বাকি টাকা নেওয়া হচ্ছে খেলা, পুজো খাতে। এটা সরকার দেয় না জন্য নেওয়া হচ্ছে। তাই বাড়তি ফি আদায়ের অভিযোগ ঠিক নয়।” |
উদ্যোগী প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে উদ্যোগী হল ব্লক প্রশাসন। লোকালয়ের বাইরে এ জন্য প্রায় সাড়ে ৪ একর জমি নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু ওই জমি পঞ্চায়েত সমিতি অধিগ্রহণ না-করা পর্যন্ত শহরকে আবর্জনা মুক্ত করার অভিযানে নামতে পারছে না প্রশাসন। ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী বলেন, “ডাম্পিং গ্রাউন্ডের জমি দেখা হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ওই বিষয়ে আলোচনা হয়েছে। জমি খাস হলেও তা পঞ্চায়েত সমিতি অধিগ্রহণ না করা পর্যন্ত কাজ শুরু করা যাবে না। ভূমি ও রাজস্ব দফতরের কর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” আবর্জনার দূষণে জেরবার ময়নাগুড়ি। বাজার থেকে পাড়ার গলি আবর্জনায় ভরা চারদিক। সম্প্রতি শহর সংলগ্ন হঠাৎ কলোনি এলাকায় জমি দেখা হয়েছে। কিন্তু শুধু জমি চিহ্নিত করে কাজ শুরু করা সম্ভব নয়। শহর এলাকা ময়নাগুড়ি ও খাগরাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অধীন। ওই দুই গ্রাম পঞ্চায়েতকে ডাম্পিং গ্রাউণ্ডে আবর্জনা তুলে নেওয়ার জন্য ট্রাক্টরের ব্যবস্থা করতে হবে। সাফাই কর্মীও রাখতে হবে। ওই কাজের জন্য গ্রাম পঞ্চায়েত কেমন করে কর আদায় করবে সেটাও দেখতে হচ্ছে। বিডিও বলেন, “ওই সমস্ত বিষয় নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। জেলা পরিষদের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিশেষজ্ঞ পাঠানো হয়েছিল। তাঁদের সঙ্গেও কথা হয়েছে। তবে সমস্ত কাজ শেষ হতে কিছুটা সময় লাগবে।” |
চ্যাম্পিয়ন হয়েছে শিলিগুড়ির ক্লাব
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
স্থানীয় সৎকার সমিতির কানাইলাল দাস মেমোরিয়াল উইনার্স ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিলিগুড়ির পাকুড়তলা যুবকবৃন্দ। বুধবার রেল ময়দানে ফাইনাল খেলায় পাকুড়তলা যুবকবৃন্দের মুখোমুখি হয় মালবাজার একাদশ। ১৬ ওভারের খেলায় ব্যাট করে শিলিগুড়ির পাকুড়তলা যুবকবৃন্দ ২১৬ রান করে। পাকুড়তলার ভিকি সিংহ ১০৪ রান করেন। মালবাজার একাদশ ৯১ রানে আউট হয়ে যায়। কৌশিক রক্ষিত ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ। বিজয়ীকে কুড়ি হাজার এবং বিজিতকে নগদ দশ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান সৎকার সমিতির ক্রীড়া সম্পাদক টিঙ্কু দাস। |
দশমাইলে গাড়ি উল্টে জখম পাঁচ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গাড়ি উল্টে জখম হল ৫ জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে সেবক পুলিশ ফাঁড়ির দশমাইল এলাকায়। এদিন একটি ছোট গাড়িতে করে চালক সহ ৬ জন শিলিগুড়ি সেবক মোড়ে যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি উল্টে যায়। ৫ জন জখম হন। তাঁদের মধ্যে ৪ জনকে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। জখমদের মধ্যে ৩ তরুণী রয়েছেন। বাড়ি শিলিগুড়ির হাকিমপাড়ায়। |