জলে ডুবে মৃত্যু, বলছে ময়নাতদন্ত
নিজস্ব সংবাদদাতা • রানিতলা |
ভগবানগোলা-২ ব্লকের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মোষমারা খালের পাশে পড়ে থাকা চার কিশোরের মৃতদেহ উদ্ধারের পরে বুধবার লালবাগ মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে তাদের ময়না-তদন্ত হয়েছে। রিপোর্টে ওই চার কিশোরের পাকস্থলীতে জল জমে থাকার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মোষমারা খালের জলে ডুবেই ‘গরু পাচারকারী’ ওই চার কিশোরের মৃত্যু হয়েছে। তবে কোমর-জলে তারা ডুবে গেল কী করে সে উত্তর অবশ্য এ দিনও মেলেনি। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “আপাত ভাবে মনে হচ্ছে, মোষমারা খাল পার হচ্ছিল কয়েকশো গবাদি পশু। সেই সময়ে ওই গরুর পালের পায়ের নিচে পড়ে পদপিষ্ট হয়েই তারা মারা যায়। পরে দেহগুলি জলে গড়িয়ে পড়ে।” মৃণালবাবুর এই ব্যাখ্যায় অবশ্য সন্দেহ দূর হচ্ছে না গ্রামবাসীদের।
|
ফের প্রকাশ্যে তৃণমূল-কোন্দল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পাড়ার পিকনিকে মদ্যপ এক যুবককে চড় মেরেছিলেন। বছরের প্রথম দিনের সেই ঝামেলার রেশ গড়াল বাড়িতে। আর সেই সঙ্গে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দলও। অভিযোগ, সনৎ দাস নামে ওই ফুলিয়ার জ্যোতি পল্লির ওই বাসিন্দা চড় মারার পরেই এক দল যুবক তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁর বাবা-মাকে মারধর করা হয়। সনৎবাবুর অভিযোগ, “ওই যুবকেরা তৃণমূল কর্মী। তৃণমূলের শান্তিপুর ব্লক সভাপতি তপন সরকারের ঘনিষ্ঠ।” তিনি নিজেও পরিচিত তৃণমূল কর্মী। তাঁর কথায়, “দলেরই নেতার লোকজনের হাতে এ ভাবে নির্যাতিত হতে হবে ভাবিনি।” সনৎবাবুর আরও অভিযোগ, এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে আলোচনার নাম করে তপনবাবু তা আটকে দেন। এর পরে মঙ্গলবার সকালে ফুলিয়া বাসস্ট্যান্ডে সনৎবাবুকে বেধড়ক মারধর করে এক দল যুবক। তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সনৎবাবুর বাবা নেপাল দাস শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন “শুধু মারধরই নয়, ছেলের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকাও খোয়া গিয়েছে।” তপনবাবু অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “সামান্য একটা ঝামেলা।”
|
স্ত্রী খুনে জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
স্ত্রীকে খুনের দায়ে ধৃত পিয়ার শেখকে বুধবার কান্দির এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার কান্দির ১৩ নম্বর ওয়ার্ডের রানিসাগরের বাসিন্দা পিয়ার শেখ ধারাল অস্ত্র দিয়ে স্ত্রী তাজমেহার বিবিকে কুপিয়ে খুন করে। তিন নাবালক ছেলেমেয়েকেও রেহাই দেয়নি সে। গুরুতর জখম হয়ে তারা এখন বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি। কান্দি থানার আইসি সুনয়ন বসু বলেন, “পিয়ার শেখ মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। পুলিশের জেরার মুখেও সে অসংলগ্ন কথা বলছে। ফলে খুনের কারণ স্পষ্ট নয়।” পুলিশ জানতে পেরেছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তাজমেহার বিবি প্রায়ই বাবার বাড়ি যেতেন। তা পিয়ার পছন্দ করত না। এ নিয়ে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবারও স্বামী-স্ত্রীর মধ্যে ওই নিয়ে বিবাদ শুরু হয়ে যায় এবং তারই জেরে ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীকে খুন করে সে।
রাস্তা অসম্পূর্ণ, ক্ষোভ। রাস্তা তৈরির দাবি জানালেন আন্তিরণের বাসিন্দারা। নওদা-বেলডাঙা রাজ্য সড়ক সংযুক্ত একটি রাস্তা এখনও অসম্পূর্ণ অভিযোগ, অল্প বৃষ্টি হলেই ওই রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুখেন হালদার বলেন, “রাস্তার সমস্যা খতিয়ে দেখা হচ্ছে।”
|
আস্থা ভোটে হার প্রধানের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
আস্থা ভোটে হেরে গেলেন সালারের টেঁয়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিব্রতনারায়ণ মিশ্র। ২১ জুলাই ওই কংগ্রেস প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেসেরই ৪ সদস্য। অনাস্থায় সামিল হন বামফ্রন্টের ৩ সদস্য। ওই পঞ্চায়েতের ১৩টি আসনের ৭টি কংগ্রেস ও ৩টি সিপিএমের দখলে। পঞ্চায়েতে এক জন বিজেপি সদস্য ও দু’জন নির্দল সদস্য রয়েছেন। বুধবার আস্থাভোটে বিব্রতবাবুর বিরোধিতা করেন কংগ্রেস সদস্য সুবীর প্রামাণিক। ১০-৩ ভোটের ব্যবধানে হেরে যান বিব্রতবাবু।
|
এক মহিলার অশ্লীল ছবি মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার নওদার আলিনগর গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখ নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পাঁচ মাস আগে ওই মহিলার বিয়ে হয়েছে। পুলিশ জানিয়েছে, সাদ্দাম পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
বুধবার ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন করে রাস্তার পাশে তাঁর দেহটি ফেলে দেওয়া হয়েছে। |