গ্রামবাসীদের সহায়তায় দুটি ময়াল সাপ উদ্ধার করল বনদফতর। রঘুনাথপুর থানা এলাকার জামুয়াডি গ্রাম লাগোয়া এলাকার ঘটনা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে স্থানীয় জঙ্গল থেকে ময়াল দু’টিকে স্থানীয় বাসিন্দারাই ধরেন। স্থানীয় মানুষজন ছাগল চরাতে গিয়ে দামোদর নদের তীরের ওই জঙ্গলে ময়াল দুটিকে দেখতে পান। তাঁরা সাপ দুটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে গিয়ে সারা রাত পাহাড়াও দেন। বুধবার বনকর্মীরা সাপ দু’টিকে উদ্ধার করেন। ময়াল দু’টির একটি লম্বায় বারো ফুট, ওজন ৪০ কেজি। অন্যটি লম্বায় আট ফুট, ওজন ২০ কেজি। রঘুনাথপরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরি জানিয়েছেন, ময়াল দুটিকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার, পঞ্চকোট পাহাড়ের জঙ্গলে সাপ দু’টি ছেড়ে দেওয়া হবে।
|
নন্দনকানন চিড়িয়াখানায় মারা গেল একটি সিংহ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, সিংহটির বয়স হয়েছিল ২০। সিংহ সাধারণত ১৮ থেকে ২০ বছর অবধি বাঁচে। খান্ডি নামে এই সিংহটি বার্ধক্যজনিত নানা রোগে কমজোরি হয়ে পড়েছিল। তার লিভারে সম্প্রতি একটি টিউমার ধরা পড়ে। গত কয়েকদিন ধরে তারই চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীনই কাল চিড়িয়াখানার কর্মীরা দেখেন সিংহটি মরে পড়ে আছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
ক্ষতবিক্ষত চিতাবাঘের দেহ মিলল নালায়। আজ সকালে ডিব্রুগড়ের বিন্ধাখোটা এলাকায় দিনজানের কাছে স্থানীয় বাসিন্দারা চিতবাঘটিকে জঙ্গলের পাশের নালায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃত চিতাবাঘটি পুর্ণবয়স্ক। বনবিভাগের কর্মীরা এসে চিতাবাঘটির দেহ তুলে নিয়ে যান। প্রাথমিকভাবে বনবিভাগের কর্মীদের সন্দেহ, বনেরই কোনও জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়ে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।
|
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপাল রায় (৪০)। বাড়ি শান্তিপুরের মৌচাক কলোনিতে। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দেহটি উদ্ধার করা হয়। মৌমাছির কামড়ে মৃত্যু। মৌমাছির কামড়ে মৃত্যু হয়েছে বাবলু বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির। বাড়ি ধুবুলিয়ায়। তাঁর ছেলেও মৌমাছির কামড়ে গুরুতর জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
পুরুলিয়ার সুরুলিয়ায় ভালুক পুনর্বাসন কেন্দ্রে বুধবার সকালে ভালুকটির মৃত্যু হয়। রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী বলেন, “মৃত ভালুকটিকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন বয়েসজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ভালুকটির বয়েস হয়েছিল ১৯ বছর। ভালুকের দেহের ময়নাতদন্ত করা হয়।”
|
কলকাতায় রাতের দূষণ নিয়ন্ত্রণে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবহণ দফতর কী ব্যবস্থা নিয়েছে, তা এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। বহু বার বলেও ওই দুই পক্ষের সাড়া না পেয়ে বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, আগামী বুধবারের মধ্যে রিপোর্ট না পেলে আদালত চূড়ান্ত নির্দেশ দেবে। রাতের দূষণ নিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল এ দিন। সুভাষবাবু আদালতকে জানান, শীত পড়লেই রাতে ভারী ট্রাকের অবাধ যাতায়াতের কারণে বাতাসে দূষণের মাত্রা বাড়ে।
|
দলছুট হাতির হানায় মারা গেলেন চা শ্রমিক পরিবারের এক যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের মরাঘাট চা বাগানে।, মৃত যুবকের নাম বীরজিত মুণ্ডা (১৮)। তাঁর বাড়ি চা বাগানের টিন লাইনে। বুধবার রাতে মরাঘাট জঙ্গল থেকে একটি দাঁতাল চা বাগানে ঢুকে পড়ে। সন্ধ্যায় চা বাগানের পথ ধরে হেঁটে বাড়ি ফেরার পথে অন্ধকারে লুকিয়ে থাকা দাঁতালটির সামনে পেয়ে যান বীরজিতকে। দাঁতালটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়। |