নিখোঁজ হওয়ার ১৩ দিনের মাথায় মঙ্গলবার রাতে সার্ভে পার্কের বাড়িতে ফিরল নবম শ্রেণির দুই ছাত্রী। ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল তারা। ওই ছাত্রীদের পরিবার পুলিশকে জানায়, পরীক্ষায় ফেল করার খবর পাওয়ার পরেই তারা নিখোঁজ হয়। পরদিন পুলিশে অভিযোগ করা হয়। ২৬ ডিসেম্বর অপহরণের মামলা রুজু করে পুলিশ। পুলিশের দাবি, ওই কিশোরীরা জানায়, তারা প্রথমে ডায়মন্ড হারবারে ছিল। সেখান থেকে বারুইপুরে গেলে শুভ দাস নামে এক জন নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার নামে তাদের একটি বাড়িতে নিয়ে যান। ২ জানুয়ারি বাড়িতে এসএমএস করে এক কিশোরী জানায়, তাদের আটকে রাখা হয়েছে। পুলিশ গিয়ে কাউকেই পায়নি। পুলিশের দাবি, ওই ছাত্রীরা জানায়, মঙ্গলবার ওই ব্যক্তি গাড়িতে তাদের বাইপাসে নামিয়ে পালায়। অভিযুক্তের সঙ্গে পাচারচক্রের যোগ আছে কি না ও ওই ছাত্রীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।
|
মাওবাদী নেতা তেলুগু দীপককে রাজনৈতিক বন্দির মর্যাদা দিল না আদালত। বুধবার আলিপুর দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক শান্তনু মুখোপাধ্যায় এই ব্যাপারে দীপকের আইনজীবীর আর্জি খারিজ করে দিয়েছেন। গত নভেম্বরে দীপকের আইনজীবী তাঁর মক্কেলকে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়ার আর্জি পেশ করেন। তাঁর যুক্তি ছিল, দীপক নন্দীগ্রাম ভূমি আন্দোলনে ছিলেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এর ভিত্তিতে তাঁকে রাজনৈতিক বন্দির মর্যাদা দেওয়া হোক। বিশেষ সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষ আদালতে জানান, দীপকের দল সিপিআই (মাওবাদী) নিষিদ্ধ সংগঠন। তাদের কার্যকলাপও উন্নয়ন-বিরোধী। এর পরেই দীপকের আইনজীবীর আর্জি খারিজ করে দেয় আদালত।
|
ট্যাক্সির ধাক্কায় ৩ মহিলা জখম |
মাকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়ি ফেরার পথে ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত হলেন দুই মেয়ে এবং তাঁদের এক আত্মীয়া। বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটে কাঁকুড়গাছি এলাকায়। পুলিশ জানায়, আহতেরা হলেন শায়রা বানু, হাসনা বানু ও আসমা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরও মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ইএসআই হাসপাতালের কর্মী, বাগমারির বাসিন্দা শাহিজাদি বিবিকে ওই হাসপাতালেই ভর্তি করিয়ে ফিরছিলেন শায়রা বানুরা। একটি ট্যাক্সি তাঁদের ধাক্কা মারে। ট্যাক্সিচালক নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। শায়রাদের সঙ্গীরা ট্যাক্সিটিকে ধরে ফেলেন। পুলিশ অর্জুন রায় নামে ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করে। রাতেই বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে পাথরকুচি বোঝাই একটি লরি দুমড়ে গিয়েছে। |
নর্দমা থেকে উদ্ধার হল এক দমকলকর্মীর মৃতদেহ। বুধবার, নিমতা রামকৃষ্ণ পল্লিতে। মৃত মানিক পাল (৫০) বিধাননগর দমকল কেন্দ্রের কর্মী ছিলেন। পুলিশ জানায়, পরিবারের সঙ্গে সুসম্পর্ক না থাকায় একাই থাকতেন মানিকবাবু। মঙ্গলবার রাতে বেরিয়ে তিনি আর ফেরেননি। |