বৌবাজারের গিনি এম্পোরিয়াম ২৫ বছর পূর্তি উপলক্ষে এনেছে বিশেষ উপহার প্রকল্প। বুধবার অভিনেত্রী নুস্রত জাহান এর উদ্বোধন করেন। প্রকল্পটিতে সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে মিলবে ২৫ টাকা ছাড়। হিরের গয়নার মজুরিতেও ২৫% ছাড়। প্রতি মাসের ৪ তারিখে ‘লাকি ড্র’ করে উপহারও দেওয়া হবে। প্রকল্পটি চলবে এক বছর ধরে।
|
চকোলেট ও বাংলার মিষ্টির মেলবন্ধন |
চকোলেট ও বাংলার মিষ্টির মেলবন্ধন ঘটাতে শুরু হচ্ছে অভিনব ভোটাভুটি ‘ক্যাডবেরি মিষ্টি সেরা সৃষ্টি’। তারই প্রচারে বুধবার একটি মিষ্টির দোকানে পার্নো মিত্র। দু’দিনের প্রচার-পর্বে থাকছেন শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, অরুণিমা ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ। |