অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম রেনুকা শনকটা (২৬)। বাড়ি রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। মঙ্গলবার সকালে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তিনি মারা যান।
|
ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সিলিং সংক্রান্ত একটি আলোচনাচক্র হয়েছে সিউড়িতে বীরভূম মহাবিদ্যালয়ে। ওই মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই আলোচনাচক্র চলে। ওই কলেজের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, “এই আলোচনাচক্রের মূল বিষয় ছিল সরকারি ছাড়াও বেসরকারি ক্ষেত্রে কী কী সংস্থা আছে এবং ওই সব সংস্থায় কী ধরনের কাজ পাওয়া যেতে পারে তার উপরেই আলোকপাত করা হয়।” তিনি জানান, সিউড়ি মহকুমার সব কলেজকে এই আলোচনাচক্রে যোগ দানের জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আবহাওয়ার কারণে একমাত্র হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পড়ুয়া ও শিক্ষকেরা যোগ দিয়েছিলেন।
|
জয়পুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আলি বক্স ভুঁইয়া নামে আরও এক জনকে ধরেছে পুলিশ। |