নিউ ইয়র্কে হামলায় গ্রেফতার আততায়ী |
রবিবার নিউ ইয়র্কের কুইন্স এলাকার পাঁচটি জায়গায় বোতল বোমা ছুড়ে হামলা চালানোর অভিযোগে পুলিশ আজ রে লেনজেন্ড নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে ব্যক্তিগত আক্রোশ থেকেই সে এই হামলা চালিয়েছে। হামলা চলাকালীন গোপন ক্যামেরায় ধরা পড়ে দুষ্কৃতীর গাড়ির ছবি। এই ছবি ও হামলাকারী সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে লেনজেন্ডকে গ্রেফতার করে পুলিশ।
|
কলেজে ‘লজ্জা’ আটক অধ্যক্ষ |
কলেজের গ্রন্থাগারে হাজারো বইয়ের মধ্যে রয়েছে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ও। বাংলাদেশে নিষিদ্ধ এই বইটি। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষকে। বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের ওই অধ্যক্ষের নাম এস এম ইউনুস আলি। নিষিদ্ধ বইটি প্রচারের উদ্দেশ্যেই অধ্যক্ষ তা গ্রন্থাগারে রেখেছিলেন বলে অভিযোগ পুলিশের। যদিও অধ্যক্ষ ওই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তিনি ষড়যন্ত্রের শিকার।
|
ফেসবুকে হাসিনাকে নিয়ে মন্তব্য, কারাদণ্ড শিক্ষকের |
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মৃত্যু কামনা করায়’ ছ’মাসের কারাদণ্ড হল জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের। মুহাম্মদ রুহুল আমিন খন্দকার নামে তথ্যপ্রযুক্তির এই শিক্ষক জামাত-এ- ইসলামির সমর্থক। গত অগস্টে ফেসবুকে এই মন্তব্য লিখেছিলেন আমিন। তখনই তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়। আজ হাইকোর্ট মামলার রায় ঘোষণা করল। আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরকেও নির্দেশ দিয়েছে কোর্ট। |