টুকরো খবর
সাগরমেলায় এ বার প্রি-পেড ট্যাক্সি, পানীয় জলের পাউচ
পুণ্যার্থীদের এ বার সাগর মেলায় যাওয়ার হয়রানি কমাতে কচুবেড়িয়া থেকে ‘প্রি-পেড’ ট্যাক্সি চালু করছে দক্ষিণ ২৪ জেলা প্রশাসন। মেলার দিনগুলিতে পুণ্যার্থীদের পানীয় জলের পাউচ সরবরাহ করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। সেই উপলক্ষে মঙ্গলবার আলিপুরে এক সাংবাদিক সম্মেলনে ওই ব্যবস্থার কথা ঘোষণা করেন জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম। পুণ্যার্থীরা সাধারণত কচুবেড়িয়া থেকে বাসে মেলা প্রাঙ্গণে পৌঁছন। অনেক পুণ্যার্থী আবার বাসের ভিড় এড়াতে বেসরকারি গাড়ি ভাড়া করেন। সেই সব বেসরকারি গাড়ির বিরুদ্ধে বহু ক্ষেত্রেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। সে ক্ষেত্রে এ বার ‘প্রি-পেড’ ট্যাক্সি চালু হলে পুণ্যার্থীদের হয়রানি কিছুটা কমবে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা। প্রতিবার মেলা প্রাঙ্গনে জনস্বাস্থ্য কারিগরি দফতর বিভিন্ন শিবিরে পানীয় জল সরবরাহ করত। এ বছর মেলা প্রাঙ্গণে কয়েকটি শিবির করে ওই পাউচ পুণ্যার্থীদের বিলি করা হবে। এ বার কুম্ভমেলা না থাকায় পুণ্যার্থীর সংখ্যা বেশি হবে মনে করছে জেলা প্রশাসন। সেই কারণে লট-৮ সহ বিভিন্ন জেটিঘাটে পর্যাপ্ত আলো এবং পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য সাগরতটে ১০টি পুলিশ-চৌকির ব্যবস্থা করা হচ্ছে।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের মামুদপুর গ্রামে। পুলিশ জানায়, ধৃতের নাম নবীন সূত্রধর। মঙ্গলবার বসিরহাট এসিজেএম আদালতের বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টা নাগাদ মামুদপুরের বছর ষোলোর মেয়েটি হিঙ্গলগঞ্জের দিকে আসছিল। তারই প্রতিবেশী নবীন সেই সময়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সাইকেলে তুলে মেয়েটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলেন ওই যুবক। মেয়েটিও সাইকেলে উঠে পড়ে। অভিযোগ, ঝোপঝাড়ে ভরা একটি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নবীন মেয়েটির মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় তালবাগানে। সেখানে খুনের হুমকি দিয়ে মেয়েটিকে তিনি ধর্ষণ করেন। অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পালিয়ে যান নবীন। পরে গ্রামের লোককে ঘটনার কথা জানায় মেয়েটি। রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ওই যুবককে। তাঁর দাবি, মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে।

টাকা আত্মসাতের অভিযোগে ধৃত
বেশ কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি সংস্থার এক কর্তাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার হাবরা থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। হাবরা থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুজিত গুহ। তিনি একটি বেসরকারি সংস্থার শাখা ম্যানেজার। জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “ধৃতের বিরুদ্ধে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।” ধৃতকে মঙ্গলবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংস্থার হাবরার অফিস স্থানীয় হিজলপুকুর এলাকায়। গত ৩১ ডিসেম্বর সংস্থার অফিসের ভল্টে ৫১ লক্ষ টাকা ছিল। ওই রাতে সেখানে দায়িত্বে ছিলেন সুজিতবাবু। অভিযোগ, ১ জানুয়ারি সকালে তিনি বাড়ি ফিরে যান। সংস্থার মুখ্য ম্যানেজার শুভময় পাল বলেন, “হাবরা শাখার অফিসের চারটি চাবি সুজিতবাবুর কাছে ছিল। যা থাকবার কথা নয়। প্রথমে উনি আমাদের ঘটনার কথা জানাননি। পরে অন্য কর্মচারীদের কাছে ঘটনা জানতে পারি। তারপরে অফিসে গিয়ে দেখি গেটে এবং ভল্টে তালা দেওয়া আছে। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়।”

মহকুমাশাসকের কাছে স্মারকলিপি
শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিরাপত্তা-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দিলেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজের পরিচালন সমিতি গঠিত না হওয়ায় অর্থনৈতিক কাজকর্ম বন্ধ হওয়ার মুখে। প্রসঙ্গত, দিন কয়েক আগে পরিচালন সমিতির সভাপতি নির্বাচনকে ঘিরে কলেজের বহিরাগতরা ভাঙচুর চালায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম বলেন, “কলেজের কিছু মেরামতির জন্য আগামী শনিবার পর্যন্ত কলেজ বন্ধ রাখা হবে।” মহকুমাশাসক জানিয়েছেন, সংশ্লিষ্ট মহলে বিষয়টি জানানো হবে।

ক্রিকেটে জয়ী ছোট মোল্লাখালি
ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। কিশলয় সঙ্ঘের পরিচালনায় সম্প্রতি হিঙ্গলগঞ্জের হেমনগর হাইস্কুল মাঠে শুরু হয় ১৬টি দলের ক্রিকেট প্রতিযোগিতা। রয়েল বেঙ্গল টাইগার চ্যালেঞ্জ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ওঠে ছোট মোল্লাখালি ক্রিকেট একাদশ এবং হেমনগর বিপ্লবী তরুণ সঙ্ঘ। ফাইনালে এক রানে পরাজিত হয় হেমনগর । ফাইনালে দু’টি দলকে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। জয়ী ছোট মোল্লাখালির অমিত ঘোষ ম্যান অফ দ্য ম্যাচ এবং সুমিত ঘোষ ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবন এলাকায় খেলাধুলায় উৎসাহ বাড়ানো এবং বাসিন্দাদের আনন্দ দেওয়ার জন্য এই ক্রিকেট খেলার আয়োজন।

সাতভাই কালীতলায় জমজমাট পৌষমেলা
নিজস্ব চিত্র।
পয়লা পৌষ থেকে প্রতিবছরের মতো বনগাঁর সাতভাই কালীতলায় এ বারও শুরু হয়েছে পৌষমেলা। স্থানীয় মানুষ ছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই মেলায় ভিড় করেন। পৌষ মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার এই মেলা বসে। স্থানীয় একটি কালীমন্দিরকে কেন্দ্র করে ইছামতী নদীর পাড়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বসে মেলা। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বার মেলায় প্রায় পাঁচ হাজার স্টল রয়েছে। এ ছাড়া নানা বিনোদনের ব্যবস্থাও রয়েছে। নাগরদোলা, চক্ররেল থেকে জিলিপি, ফুচকা সবকিছুই হাতের নাগালে। মেলা কমিটির সম্পাদক সহদেব চক্রবর্তী জানান, মেলা থেকে যে অর্থ পাওয়া যাবে তা স্থানীয় এলাকার উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।

মূকাভিনয়ের কর্মশালা বসিরহাটে
বসিরহাটের টাউন হলে দিল্লির সংস্থা ‘রক্তরবি’র পরিচালনায় মূকাভিনয়ের এক কর্মশালা শুরু হয়েছে সোমবার। এই কর্মশালার উদ্বোধন করেন সুরেশ দত্ত। তিনি বলেন, “প্রত্যন্ত এলাকায় এত উৎসাহ নিয়ে মূকাভিনয় শিখতে আসা ছেলেমেয়েদের দেখে ভাল লাগছে।” কর্মশালার শিক্ষার্থীদের মুখাভিনয়ের নানা ভঙ্গিমা দেখিয়ে তাঁদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান কৃষ্ণা মজুমদার, সাহিত্যিক পান্নালাল মল্লিক, শিল্পী লীলাবতী সরকার প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে মূকাভিনয়ের উপর শতাধিক ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক নানা বিষয়ের উপর স্লাইড শো। মূকাভিনয় শিক্ষার পাশাপাশি প্রাণায়াম, শরীর গঠন, নৃত্য এবং অভিনয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাঁচ দিনের এই কর্মশালার মুখ্য প্রশিক্ষক ‘রক্তরবি’র কর্ণধার স্বপন সরকার। এ ছাড়াও রয়েছেন দেবীদাস ভট্টাচার্য, শ্যামাশ্রী দত্ত মিত্র, অমিতা পাঠক, সন্তোষ মিত্র, অরবিন্দ সরকার, কমল পাল, গোলাম মহীউদ্দিন এবং জয়া ভৌমিক। এই কর্মশালায় নানা বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়ার পর শিক্ষার্থীদের দেওয়া হবে শংসাপত্র। অনুষ্ঠানের ব্যবস্থাপক মলয় দাস বলেন, “মূকাভিনয়ের প্রসারে বস্তিবাসী কিশোর কিশোরীদের নিয়ে তৈরি হচ্ছে ‘ইছামতী আর্ট অ্যান্ড মাইম থিয়েটার’ নামে একটি সংস্থা”।

স্কুলের সুবর্ণজয়ন্তী
বর্ণাঢ্য শোভাযাত্রায় বসিরহাটের চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হল সুবর্ণজয়ন্তী উৎসব। সোমবার সকালে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবক-সহ গ্রামবাসীরা গ্রাম প্রদক্ষিণ করেন। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন এবং বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নিতাইপদ দাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণের পর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

টাকা-গয়না লুঠ
আলমারি ভেঙে টাকা-গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। সোমবার, পানিহাটিতে। পুলিশ জানায়, ওই দিন সপরিবার পিকনিকে যান ব্যবসায়ী সঞ্জয় বসাক। রাতে বাড়ি ফিরে দেখেন, পিছনের গ্রিলের দরজা ভাঙা। ছ’টি আলমারি ভেঙে লুঠ হয়েছে টাকা-গয়না। সঞ্জয়বাবু পুলিশকে জানান, অধিকাংশ আলমারিতেই ছিল ব্যবসার কাগজ। তিনি বলেন, “যে যে আলমারিতে টাকা-গয়না ছিল, সেগুলিই ভাঙা হয়েছে।” পুলিশের অনুমান, পরিবারের ঘনিষ্ঠ কেউ এই ঘটনায় যুক্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.