জেলা থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়কেদের জোট মন্ত্রীসভা থেকে বেরিয়ে যাওয়াই উচিৎ। মঙ্গলবার রঘুনাথগঞ্জের দলের মহকুমা ভিত্তিক পঞ্চায়েত রাজ সম্মেলনে জেলা থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়কদের এ ভাবেই বিঁধলেন তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি সাগির হোসেন। তিনি বলেন, “মুর্শিদাবাদে যখন তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নেই তখন কংগ্রেস বিধায়কদের উচিৎ অবিলম্বে মন্ত্রীসভা থেকে বেরিয়ে যাওয়া। এই জেলায় কংগ্রেস জোট না করলে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলও সব আসনে একাই লড়বে।” তৃণমূলের এই সভায় সুতি-১ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ইউসুফ হোসেন তৃণমূলে যোগ দেন। কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, “আমাদের যা করার আমরা করব।”
|
বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত মজুরি না দেওয়া হলে বিড়ি কারখানাগুলি শিল্পের মর্যাদা পাবে না। মঙ্গলবার সুতির ছাবঘাটির একটি অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্য শ্রম দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “স্থানীয় শ্রমিক সংগঠন ও মালিক সংগঠনগুলির মধ্যে বোঝাপড়ায় বিড়ি শ্রমিকেরা যে ৭৫ টাকা হারে মজুরি পাচ্ছেন তাতে রাজ্য সরকারের সমর্থন নেই। রাজ্য সরকার চায় ১৪২ টাকা হারে মজুরি পাক বিড়ি শ্রমিকেরা। এক বছরের মধ্যে এই ন্যূনতম মজুরি চালু না হলে বিড়ি শিল্পকে কোনও রকম শিল্প সহযোগিতা দেওয়া হবে না।” আইএনটিইউসি-র রাজ্য কমিটির সদস্য ও বিড়ি শ্রমিক কল্যাণ পর্ষদের সদস্য বাদশার আলি বলেন, “এক বছর সময় দিয়ে বিড়ি শিল্পের অবস্থা পরীক্ষা করার পরেই এ ব্যাপারে রাজ্য সরকার ব্যবস্থা নেবে বলে সেপ্টেম্বরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”
|
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সংবিধান মেনে ১৭ ফেব্রুয়ারি নদিয়ার সবকটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে অতিরিক্ত জেলাশাসক, জেলার পুলিশ কর্তারা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন থানার ওসি, বিভিন্ন ছাত্র সংগঠন ও কলেজের অধ্যক্ষরা। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শ্রীকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘‘নির্বাচনের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ ওই দিন প্রতিটি কলেজে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। কলেজের প্রবেশ পথে ভিডিও ক্যামেরা রাখা থাকবে। তবে কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে না জানানো পর্যন্ত পুলিশ কলেজে ঢুকবে না।
|
পুরনো বিবাদের জেরে সোমবার রাতে কান্দি বাসস্ট্যান্ড চত্বরে সানোয়ার শেখ নামে এক বাসকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে পাঁচ বাসকর্মীর বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে বাসস্ট্যান্ড চত্বরে পড়ে থাকতে দেখে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ওই বাসকর্মীরা বাসস্ট্যান্ডের বাইরে বেশ কয়েকটি বোমাও ফাটায় বলে অভিযোগ। সানোয়ারের ভাই ছোট্টু শেখ বলেন, “ওঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” কান্দি থানার আইসি সুনয়ন বসু জানান, “পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ”
|
সুসংহত শিশু বিকাশকেন্দ্রের অফিস থেকে কয়েক লক্ষ টাকা চুরি হয়েছে। সোমবার রাতে সুতি-২ ব্লকের দফাহাট গ্রামের ওই অফিসে তালা ভেঙে টাকা চুরি করে দুষ্কৃতীরা। অফিসটি দোতলায়। এক তলায় থাকেন ওই অফিসেরই এক সুপারভাইজার জয়ন্তী চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, দোতলার বেশ কয়েকটি তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ভাঙা ক্যাশ বাক্সটি আধ কিলোমিটার দুর থেকে উদ্ধার হয়। গত দু’দিন ধরে ওই অফিস থেকে অঙ্গনওয়ারিকেন্দ্রের সহায়িকাদের ভাতার টাকা দেওয়া হচ্ছে। ওই অফিসে প্রায় দেড় লক্ষ টাকা রাখা ছিল বলে ওই অফিসের তরফে জানা গিয়েছে।
|
রানিনগর গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটে হেরে গেলেন সিপিএম প্রধান। মঙ্গলবার রঘুনাথগঞ্জ-১ ব্লকের ওই পঞ্চায়েত প্রধান নবকুমার দাস ১১-৬ ভোটে হেরে যান। ১৭ সদস্যের ওই পঞ্চায়েতে ১১ জন কংগ্রেস সদস্য। বামফ্রন্টের ৬ জন। ২০০৮ সালে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের জয়দেব দাস। পরে তিনি আস্থাভোটে অপসারিত হন। এর পরে প্রধান হন সিপিএমের নবকুমার দাস। |