মুর্শিদাবাদ জেলা সাংস্কৃতিক মেলার আয়োজন করছে ‘প্রাইস’। আগামী ১২-১৫ জানুয়ারি চার দিন ব্যাপী ওই সাংস্কৃতিক মেলা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, পথশিশুদের পাশাপাশি নৃত্য, সঙ্গীত, মূকাভিনয়, আবৃত্তিতে মেতে উঠবে সাধারণ শিশুরাও। ওই উপলক্ষে আয়োজক সংস্থার তরফে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে কবিতা-গান-মূকাভিনয়ের মহড়া চলছে। সংস্থার পক্ষে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পাশাপাশি কলকাতার বিভিন্ন সংস্থার শারীরিক-মানসিক প্রতিবন্ধী, পথশিশু সাংস্কৃতিক মেলায় অনুষ্ঠান করবে। তার মধ্যে মানসিক প্রতিবন্ধী শিশুশিল্পীরা তাসের দেশ নৃত্যনাট্যের অংশ বিশেষ পরিবেশন করা ছাড়াও মেলার চার দিনই থাকবে জারি গান, কবি গান, বাউল গান। সেই সঙ্গে মুসলিম বিয়ের গান, ব্যাঙের বিয়ের গান, ভাজৈ ব্রতের গান পরিবেশিত হবে।
|
নট-নাট্যকার বাদল সরকার স্মরণে দশম নাটকের মেলার আয়োজন করেছে কৃষ্ণনগর পরম্পরা গোষ্ঠী। গত ৩১ ডিসেম্বর কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ওই নাটকের মেলার সূচনা হয়েছে। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। ওই নাটকের মেলার সূচনা দিনে সমীক্ষণের বিচিত্রা অনুষ্ঠান, শনিবার নান্দীকারের মাধবী, রবিবার অন্য থিয়েটারের হ্যামলেট, সোমবার প্রাচ্য সংস্থার সুপারি কিলার, মঙ্গলবার রঙ্গরূপের মায়ের মত মঞ্চস্থ হয়েছে। এ ছাড়াও নিভা আর্টের আত্মকথা, নান্দিপটের শৃন্বন্তু কমরেডস্, কৃষ্ণনগর পরম্পরার ভূতনাথের ভূত, কৃষ্ণনগর হাইস্কুল (প্রাথমিক বিভাগ)-এর চিচিংগে অ্যান্ড কোং, সুন্দরমের যা নেই ভারতে, আখরের জান-এ-কলকাত্তা, ঢাকার থিয়েটার আর্ট ইউনিটের গোলাপজান নাটকগুলি বুধবার থেকে মঞ্চস্থ হবে।
|
কান্দিতে নাট্যোৎসবের আয়োজন করল ঝড় নাট্যগোষ্ঠী। কান্দি পুরসভা লাগোয়া হ্যালিফক্স ময়দানে গত ২৫-৩১ ডিসেম্বর সাত দিনে ১৯টি নাটক মঞ্চস্থ হয়। উৎসবের সূচনা করেন গণনাট্য সংঘের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবন চক্রবর্তী, কবি-নাট্যকার শ্যামল সরকার। নট-নির্দেশক অরবিন্দ সিংহকে সম্বর্ধনা জানানো হয়। ওই নাট্যোৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশের নাট্যগাষ্ঠীও।
|
নবদ্বীপ ছন্দনীড় আয়োজিত ধারাবাহিক মাসিক আলোচনা চক্রের আঠারোতম সন্ধ্যার অনুষ্ঠান গত শনিবার বছরের শেষ দিনে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে আয়োজিত হয়। প্রখ্যাত গণিতবিদ রামানুজনের ১২৫-তম জন্মবার্ষিক স্মরণে এ বারের আলোচনার বিষয় ছিল গণিত, ঈশ্বর ও রামানুজন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানসপ্রতিম দাস।
|