টুকরো খবর |
গোলমাল চলছেই মহিষাদলে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পুলিশের লাঠি চালানো ও অবৈধ দোকানঘর ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার মহিষাদল থানা এলাকার বাবুরহাটে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ফের অবরোধ করল স্থানীয় বাজার কমিটি। পুলিশি নিগ্রহের প্রতিবাদ জানিয়ে দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি সকাল থেকেই দফায়-দফায় মিছিল করেন বাজার কমিটির সদস্যেরা। এ দিকে ভাঙা দোকানগুলির ওপর তৃণমূলের পতাকা লাগিয়ে বাজার কমিটির লোকেরা ফের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বাজার কমিটি প্রকারান্তরে সে কথা মেনেও নিয়েছে। বাজার কমিটির সম্পাদক বলাইচন্দ্র দাস বলেন, “দেশে এমন বহু অবৈধ দোকান রয়েছে। পুনর্বাসন না পেলে আমরা যাব না। সাংসদের অনুমতি নিয়েই ওই জায়গায় দখল নিয়েছি।” আর মহিষাদল তৃণমূল ব্লক সভাপতি সোমনাথ মাইতি বলেন, “ওই বাজার কমিটির বেশ কিছু মানুষ আমাদের দলীয় সমর্থক। তাই আমাদের যথেষ্ট সহানুভূতি রয়েছে। তবে কেউ যদি দলীয় পতাকা লাগিয়ে থাকেন, তবে তাঁরা সেটা নিজেদের উদ্যোগে লাগিয়েছেন।” মহিষাদলের ওই এলাকায় রাজ্য সড়কের ধারে পূর্ত দফতরের জায়গায় অবৈধ ভাবে গজিয়ে উঠেছে একের পর এক দোকানঘর। হাইকোর্টের নির্দেশ মতো সোমবার পুলিশ সেই অবৈধ নির্মাণ ভাঙতে গেলে জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চলে। জনতার ছোড়া ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। পুলিশের লাঠির ঘায়েও জখম হন অনেকে। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাসের ব্যবহার করে পুলিশ। তারপরেই ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। মঙ্গলবারও এলাকায় চলেছে র্যাফ ও পুলিশের টহলদারি। এ দিন এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখে বাজার কমিটি। দফায়-দফায় মিছিল করেন কমিটির সদস্যরা। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। পরে অবশ্য আন্দোলনকারীরাই অবরোধ তুলে নেন। এক ঘণ্টার অবরোধে ব্যাপক যানজট হয়।
|
খারাপ ব্যবহার করলেই শাস্তি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলেই অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ‘কড়া’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। সম্প্রতি দুই পুলিশকর্মী এক ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। অভিযুক্ত দুই পুলিশকর্মীর মধ্যে রয়েছেন এএসআই নরেন্দ্রনাথ সাধু ও কনস্টেবল রবীন্দ্রনাথ চন্দ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের সোলাপুর থেকে সন্তোষ বালাজি গাঞ্জী নামে এক ব্যক্তি মেদিনীপুর স্টেশনে নামেন। তিনি ব্যবসায়ী। ব্যবসার কাজেই মেদিনীপুরে এসেছিলেন। স্টেশনে নামার পরে কয়েক জন দুষ্কৃতী তাঁর জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। সন্তোষবাবু অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় যান। সেই সময়ে ওই দুই পুলিশকর্মী অভিযোগ নিতে অস্বীকার করেন এবং উল্টে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। তখন ওই ব্যবসায়ী পুলিশ সুপারকে ঘটনার কথা জানান। তার পরেই পুলিশ সুপার অভিযুক্ত এএসআইকে সাসপেন্ড করেন। কনস্টেবলকেও পুলিশলাইনে বসিয়ে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার বলেন, “কোনও পুলিশকর্মী সাধারণ মানুষকে সাহায্য করার পরিবর্তে হেনস্থা করলে তা বরদাস্ত করা হবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মৃত দু’জনের নাম আনন্দ রুইদাস (২৪) ও সীনদ রুইদাস (২৪)। বাড়ি বর্ধমানের অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনির ভাদুতলায় ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়ি নিয়ন্ত্রণ হারানোয় এই বিপত্তি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি বাস ও একটি বোলেরো গাড়িতে দক্ষিণখণ্ড ও তার আশপাশ এলাকার ৭২ জন দিঘায় যাচ্ছিলেন। বাসে ছিলেন ৬০ জন। অন্য একটি গাড়িতে ছিলেন চালক-সহ ১২ জন। বাসটিই আগে রওনা হয়েছিল। পরে গাড়িটি। রাত দু’টো নাগাদ ভাদুতলায় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। মুখোমুখি ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান আনন্দ ও সীনদ। দু’জনেই বিবাহিত। আনন্দর এক বছরের একটি মেয়ে রয়েছে। সীনদের বছরখানেকের একটি ছেলে। দুর্ঘটনার খবরে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। একই গাড়িতে ছিলেন সীনদের দাদা বিনোদ। তাঁর কথায়, “আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই জোর শব্দে ঘুম ভাঙে। পরে বুঝি দুর্ঘটনা ঘটেছে।” দু’জন মারা যাওয়া ছাড়াও ৮ জন আহত হন। সবাইকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি আটক করেছে পুলিশ।
|
‘মাওবাদী’ সন্দেহে প্রহৃতের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মাওবাদী-ঘনিষ্ঠ সন্দেহে ঝাড়গ্রামের ঘৃতখাম গ্রামে প্রহৃত পাঁচ জনের অন্যতম ঝাড়েশ্বর মাহাতোকে পুরনো একটি রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করে মঙ্গলবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হল। অভিযুক্তকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গত বুধবার ঘৃতখাম গ্রামে ‘মাওবাদীদের লোক’ সন্দেহে পাঁচ জনকে ব্যাপক মারধরের পরে পুলিশের হাতে তুলে দিয়েছেলেন গ্রামবাসীরা। পাঁচ জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে গত রবিবার অশোক মাহাতোকে পুরনো একটি খুনের মামলায় আদালতে হাজির করা হয়। অশোকেরও ১৪ দিনের জেল হাজত হয়েছে। এ দিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ঝাড়েশ্বরকে আদালতে আনা হয়। বাকি তিন জন এখনও চিকিৎসাধীন।
|
গৃহহীনদের বাড়ি তৈরিতে জোর
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলে ‘যুদ্ধকালীন তৎপরতায়’ দরিদ্র ভূমিহীন-গৃহহীনদের জন্য ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্প রূপায়ণের নির্দেশ দিলেন রাজ্যের ভূমি ও ভূমি-সংস্কার দফতরের যুগ্ম অধিকর্তা (সমীক্ষা) শতদল দত্ত। মঙ্গলবার ঝাড়গ্রাম এসডিও অফিসে মহকুমার ৮টি ব্লকের ৮ বিডিও, ভূমি-সহ বিভিন্ন দফতরের প্রশাসনিক আধিকারিকের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে যুগ্ম অধিকর্তা জানান, এই প্রকল্পে পরিবার পিছু ৩ কাঠা জমির বন্দোবস্ত করবে প্রশাসন। সরাসরি উপভোক্তার জন্য জমি কেনা হবে অথবা সরকারি খাস জমির পাট্টা উপভোক্তাকে দেওয়া হবে। এক সঙ্গে ৩০ কাঠা বা আরও বেশি পরিমাণ জমির বন্দোবস্ত করে সেখানে কমপক্ষে দশটি বা দশের অধিক পরিবারকে বাড়ি করে দেওয়া হবে। প্রতি ব্লকের অন্তত পক্ষে ৩টি পঞ্চায়েতে দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দেন শতদলবাবু।
|
পশ্চিমে জেলা সংসদের সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজকর্ম খতিয়ে দেখতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ হলে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এক বৈঠক হল। উপস্থিত ছিলেন সভাধিপতি অন্তরা ভট্টাচার্যও। রাজ্যে পালাবদলের পর ‘রাজনৈতিক অস্থিরতা’র জেরে বেশ কয়েকটি পঞ্চায়েতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ। ফলে, সমস্যায় সাধারণ মানুষ। একশো দিনের প্রকল্প-সহ গ্রামোন্নয়নের অন্য নানা কাজও ব্যাহত হচ্ছে। এখন অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। সোমবারই বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। সেখানে সময়ের মধ্যে কাজ শেষ করার উপরেই গুরুত্ব দেওয়া হয়। মঙ্গলবারের বৈঠকেও পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধানদের একই কথা বলেন জেলা সভাধিপতি। বৈঠক শেষে সভাধিপতি বলেন, “জেলা সংসদের সভা ছিল। বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে কী সমস্যা হচ্ছে, কী ভাবেই বা সেই সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে, তা নিয়ে আলোচনা হয়েছে।” লালগড়ে উৎসব। যুবকল্যাণ দফতরের উদ্যোগে সোম ও মঙ্গলবার ব্লক-স্তরের ‘ছাত্র-যুব উৎসব’ হল লালগড় ব্লক-সদরে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল। রামকৃষ্ণ বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার উৎসবের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী
সুকুমার হাঁসদা।
|
ফের পিছোল শুনানি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের পিছিয়ে গেল দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি সিপিএম কর্মী মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে ‘রাজসাক্ষী’ করা নিয়ে সিআইডি-র আবেদনের শুনানি। মঙ্গলবার মেদিনীপুরের সিজেএম কল্লোল দাসের এজলাসে শুনানির কথা ছিল। কিন্তু, কেস ডায়েরি জেলা দায়রা আদালতে থাকায় শুনানি হয়নি। দু’পক্ষের বক্তব্য শুনে আগামী ৯ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন বিচারক। এই মামলায় প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ-সহ এখনও পর্যন্ত মোট ২০ জন গ্রেফতার হয়েছেন। সুশান্তবাবুদেরও ৯ জানুয়ারি ফের আদালতে হাজির করানোর কথা।
|
তৃণমূল কর্মীর বাড়িতে হামলা
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
দুই তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধরের ঘটনা ঘটল। মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের বলরামপুর গ্রামে। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তৃণমূল কর্মী শ্রীমম্ত রায় ও সৌমেন রায়ের বাড়িতে হামলা হয়। শ্রীমম্তবাবুর অভিযোগ, রাতে খেতে বসেছিলেন। সে সময়ে সিপিএমের জনা পাঁচেক লোক হইহই করে ঘরে ঢুকে পড়ে। ভাতের থালা লাথি মেরে উল্টে ফেলে। মারধর করে। ঘরে ভাঙচুরও হয়েছে।
|
কেশপুরে মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
২০০১-এর ৩ জানুয়ারি কেশপুরে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সিপিএম তাঁকে হেনস্থা করেছিল। এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সে দিনের ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার কেশপুরে মিছিল করল তৃণমূল। কেশপুরের বিভিন্ন এলাকায় এ রকম মিছিল হয়। তাতে নেতৃত্ব দেন দলের প্রাক্তন ব্লক সভাপতি চিত্ত গরাই।
|
কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
একগুচ্ছ দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপি দিয়েছে এগরা-১ ব্লক কংগ্রেস। দলের জেলা সাধারণ সম্পাদক মানস কর মহাপাত্র, ব্লক সভাপতি মানস মাইতি প্রমুখ। তাঁদের দাবি, সহায়ক মূল্যে ধান কেনা, বিকল্প চাষের জন্য ন্যায্য মূল্যে সার বিক্রির ব্যবস্থা করতে হবে।
|
স্কুলের বর্ষপূর্তি |
রামনগর রাও হাইস্কুলের পাঁচ দিন ব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উৎসব সোমবার থেকে শুরু হয়েছে। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করেন বিধায়ক অখিল গিরি। বিদ্যালয়ের নবনির্মিত প্রার্থনাগৃহের দ্বারোদ্ঘাটন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী। প্রতিবেদন পাঠ করেন প্রধানশিক্ষক দীপকরঞ্জন পট্টনায়ক। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপ দাস প্রমুখ। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানে বিগত ৭৫ বছরের স্মৃতির সরণি হেঁটে টুকরো কথা, কিছু গান, ক্রীড়া, নাটক, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পরিচালন সমিতির সম্পাদক অশোক বিশাল। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
|
স্কুলের প্রতিষ্ঠাদিবস |
রামনগর থানার কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল মঙ্গলবার। প্রতিষ্ঠাদিবসে বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষ, রান্নাঘর ও পানীয় জল সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল, বিডিও সুকান্ত সাহা-সহ বিশিষ্টেরা। |
|