|
|
|
|
পূর্বে চালু ২০০ আপার প্রাইমারি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মাধ্যমিক স্তরে পঠন-পাঠনের সুযোগ বাড়াতে নতুন বছরে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ২০০টি আপার প্রাইমারি স্কুল চালু হল। সোমবার শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় আপার প্রাইমারি স্কুলগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি করার পরে পঠন-পাঠনও শুরু হয়ে গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল বলেন, “জেলায় ২৯০টি আপার প্রাইমারি স্কুল চালুর প্রস্তাব ছিল। এর মধ্যে ২৭৭টি স্কুল চালুর অনুমোদন পাওয়া গিয়েছে। গত শিক্ষাবর্ষে ৮০টি স্কুল চালু হয়েছিল। চলতি বছর জানুয়ারি মাসের মধ্যেই বাকি স্কুলগুলি চালু হয়ে যাবে।” জেলা পরিষদ ও সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের পরে মাধ্যমিক স্তরে পঠন-পাঠনের সুযোগ বাড়াতে প্রতি তিনটি প্রাথমিক বিদ্যালয় পিছু একটি মাধ্যমিক বিদ্যালয় গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সর্বশিক্ষা মিশন। এই হিসেবে জেলায় আরও প্রায় ২৯০টি আপার প্রাইমারি স্কুল চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এর মধ্যে ২৭৭টি অনুমোদন পায়। গ্রামবাসীদের দান করা জমিতে বিদ্যালয় ভবন তৈরির জন্য প্রাথমিক ভাবে সাড়ে ৪ লক্ষ টাকা করে বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। আপাতত অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করে স্কুলগুলি চালু করা হচ্ছে।
সোমবার তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বাঁশদা, আলুয়াচক, পশড়া-পিতুলসা, মহিষদা, নয়াবসান, কাঁকটিয়া, চাঠরা ও সোয়াদিঘি গ্রামে আপার প্রাইমারি স্কুল চালু হয়েছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর জানান, চলতি শিক্ষাবর্ষেই ব্লকে আরও ১১টি আপার প্রাইমারি স্কুল চালুর পরিকল্পনা রয়েছে। নতুন আপার প্রাইমারি স্কুল চালুর পাশাপাশি মাদ্রাসা-সহ প্রায় ৫০টি বিদ্যালয়ের অনুমোদনের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। তিনি বলেন, “জেলার ২২টি মাদ্রাসা এখনও সরকারি অনুমোদন পায়নি। এ ছাড়াও কিছু মাদ্রাসা চালুর প্রস্তাব অনুমোদন করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।” নতুন চালু হওয়া আপার প্রাইমারি স্কুল ও মাদ্রাসাগুলিতে মিড-ডে মিল চালুর জন্যও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে জেলা পরিষদ। |
|
|
|
|
|