অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি থেকে জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা বি সি রায় ট্রফির আসর বসছে শিলিগুড়িতে। মঙ্গলবার এআইএফএফ-এর দুই সদস্যের প্রতিনিধি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম-সহ শিলিগুড়ির আর দু’টি মাঠ পরিদর্শনের পর এ কথা জানিয়েছেন। দুই প্রতিনিধির মধ্যে এক জন এআইএফএফ-এর ডিরেক্টর (জাতীয় দল) শুভঙ্কর মুখোপাধ্যায় এবং অপর জন দেবু মুখোপাধ্যায়। শুভঙ্করবাবু বলেন, “১৮-২৯ জানুয়ারি শিলিগুড়িতে বি সি রায় ট্রফির খেলা হবে। অনূর্ধ্ব ১৭ এই প্রতিযোগিতায় ১৬ টি দল অংশ নেবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম-সহ ৩ টি মাঠে খেলা হবে। ২৭ টি ম্যাচ হবে।”
শিলিগুড়িতে আই লিগের খেলা দেওয়ার জন্য এ দিন প্রতিনিধিদের কাছে আর্জি জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, উন্নত মানের ড্রেসিং রুম, প্রেস বক্স-সহ আন্তর্জাতিক স্তরের ম্যাচ করার পরিকাঠামো গড়ে তোলা হবে। গৌতমবাবু বলেন, “আমরা চাই এখানে আই লিগের ম্যাচ করাতে এআইএফএফ-এর কর্মকর্তারা উদ্যোগী হোন। এক সময় নেহেরুকাপ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ফ্লাড লাইট-সহ অন্যান্য পরিকাঠামোও এখানে গড়ে তোলা হচ্ছে।”
পরিকাঠামো গড়ে উঠলে এখানে আই লিগের ম্যাচ এমনকী নেহেরু কাপ ফুটবলের আসর ফের হতে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিনিধিরাও। গত মহালয়ায় শিলিগুড়িতে এসে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিচালন কমিটি ভেঙে দিয়েছিলেন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। নতুন কমিটি গড়তে দায়িত্ব দিয়েছিলেন জেলাশাসককে। এত দিনেও তা গঠন না হওয়ায় এ দিন জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মদনবাবু বলেন, ‘‘স্টেডিয়াম বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হত। সে সব হিসাবের স্পষ্ট অডিট রিপোর্ট নেই। অন্য দুর্নীতির অভিযোগও ছিল। তাই পুরনো কমিটি ভেঙেছিলাম। কী কারণে নতুন কমিটি গঠন করতে এত দেরি হচ্ছে বুঝতে পারছি না। জেলাশাসকের সঙ্গে কথা বলব। তিনি হয়ত সব দিক খতিয়ে দেখে ভাল ভাবে তা করতে চাইছেন। যাই হোক ৭ দিন আর অপেক্ষা করব। তার মধ্যে কাজ না হলে কমিটি গড়তে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।” |