শিলিগুড়িতে আন্তর্জাতিক টেবল টেনিস প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা! ভারতী ঘোষকে রাজ্য ক্রীড়া দফতরের তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া! নর্থ বেঙ্গল টেবল টেনিস ফেডারেশনকে টেবল টেনিসের উন্নয়নে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা! খেলার উন্নয়নে শিলিগুড়ির ২ টি ক্লাবকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করতে চেক তুলে দেওয়া! আর তাতেই বর্ণময় হয়ে উঠল শিলিগুড়িতে জুনিয়র এবং ইয়ূথ জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান। মঙ্গলবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠান আরও বর্ণময় করে তুলল মঞ্চে প্রাক্তন ভুটবল তারকা চুনী গোস্বামী, শ্যাম থাপা থেকে ভাইচুং ভুটিয়ার উপস্থিতি। হাজির ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, মেয়র গঙ্গোত্রী দত্ত, শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী, ভারতী ঘোষ, মান্তু ঘোষ, শুভজিৎ সাহা, চিত্রাভিনেত্রী পায়েল-সহ অনেকেই। অনুষ্ঠান মঞ্চে উদ্যোক্তাদের তরফে ভারতী ঘোষকে সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়ার সময় দফতরের তরফে তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট হিসাবে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “ভারতী ঘোষকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া উচিত ছিল। রাজ্য ক্রীড়া দফতরের তরফে তাঁকে ৫০ হাজার টাকা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হিসাবে তুলে দেওয়া হবে।” |
পাশাপাশি তিনি ঘোষণা করেন, “উত্তরবঙ্গে টেবল টেনিসের উন্নয়নে নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনকে ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কলকাতায় শীঘ্রই আন্তর্জাতিক স্তরের টেবল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওই প্রতিযোগিতার জন্য উত্তরবঙ্গ থেকে খেলোয়াড় বাছতে হবে। বাইরে বিদেশি কোচের কাছে তাদের উন্নত প্রশিক্ষণের জন্য রাজ্য ক্রীড়া দফতর ব্যবস্থা করবে।” উত্তরবঙ্গে খেলাধূলার, শিল্প সংস্কৃতি চর্চার উন্নয়নে মুখ্যমন্ত্রী যে উদ্যোগী সে কথা জানিয়ে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “ক্রীড়া দফতরের তরফে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হবে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামোও উন্নত করা হবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে উত্তরবঙ্গ উৎসবও চালু হতে চলেছে।” এ দিন প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করেন ভাইচুং থেকে চুনি গোস্বামী সকলেই। বছর চারেক আগে সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে শিলিগুড়িতে। তার পর এ বছর জুনিয়র এবং ইযূথ জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার সুষ্ঠু আয়োজন দেখে খুশি টিটিএফআই-এর কর্মকর্তারাও। টিটিএফআই-এর সেক্রেটারি জেনারেল ধনরাজ চৌধুরী ঘোষণা করেন আগামী অক্টোবর মাসে শিলিগুড়িতে আন্তজার্তিক স্তরের টেবল টেনিসের আসর বসবে। অনূর্ধ্ব ২১ বিভাগের ‘ইন্ডিয়াকাপ’ নামে ওই প্রতিযোগিতা হবে। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এ দিন সকাল থেকেই জুনিয়র বিভাগে আন্তঃ রাজ্য গ্রুপ লিগের খেলা শুরু হয়েছে।
শিলিগুড়িতে জুনিয়র এবং ইয়ূথ জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভাইচুং ভুটিয়া এবং চিত্রাভিনেত্রী পায়েল। |