টুকরো খবর
দুই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা
দুই তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধরের ঘটনা ঘটল। মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের বলরামপুর গ্রামে। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তৃণমূল কর্মী শ্রীমম্ত রায় ও সৌমেন রায়ের বাড়িতে হামলা হয়। শ্রীমম্তবাবুর অভিযোগ, রাতে খেতে বসেছিলেন। সে সময়ে সিপিএমের জনা পাঁচেক লোক হইহই করে ঘরে ঢুকে পড়ে। ভাতের থালা লাথি মেরে উল্টে ফেলে। মারধর করে। ঘরে ভাঙচুরও হয়েছে। শ্রীমন্তবাবুর স্ত্রী সুমিত্রা রায় বাধা দিতে গেলে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয়। সৌমেনবাবুও দাবি করেছেন, তাঁকে মারধর করে ঘরে ভাঙচুর চালানো হয়েছে। স্ত্রী মায়া রায়ের শ্লীলতাহানি করা হয়েছে। গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পালের বক্তব্য, “হামলাকারীরা তৃণমূলের কেউ নয়। সকলেই সিপিএম-আশ্রিত দুষ্কৃতী।” সিপিএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্র বলেন, “ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই। অভিযুক্তেরাও কেউ দলের নয়।” সিপিএম নেতৃত্বের আরও বক্তব্য, গোঘাটে তাঁদের দলের বহু লোকজন বাড়িতে থাকতেই পারছেন না। এই পরিস্থিতিতে তৃণমূলের কর্মীদের বাড়িতে ঢুকে হামলার ‘দুঃসাহস’ দেখাবে কে?

সাঁকো ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াতে বাধ্য গ্রামের মানুষ
শ্যামপুরের গাজনকুল গ্রামে মজে যাওয়া দামোদরের উপরে কাঠের সাঁকোটি জীর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এর বেশ কিছুটা অংশ। ফলে গ্রামবাসীরা বিপাকে পড়েছেন। সাঁকোর দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট। বছর দুই আগে থেকে এটির অবস্থা খারাপ হতে শুরু করে। কিন্তু সাঁকোটি আর মেরামত হয়নি। দু’টি পরিতক্ত বিদ্যুতের খুঁটি ফেলে গ্রামবাসীরা কোনওমতে যাতায়াত করছেন। এই সাঁকো দিয়ে খাড়ুবেড়িয়া, আয়মা, কোলিয়া, মাথাপাড়া, নবগ্রাম, মরশাল, ভবানীপুর গোহালদহ প্রভৃতি গ্রামের মানুষ চলাচল করেন। সাইকেল নিয়েও গ্রামবাসীরা বিপজ্জনক এই সাঁকো পারাপার করেন। কাছেই থাকেন স্বপন মণ্ডল। তিনি বলেন, “সাঁকোর অনেকটা অংশ ভেঙে পড়েছে। তবে এর খুঁটিগুলি এখনও রয়েছে। তার উপরে বিদ্যুতের খুঁটি পেতে সাঁকোর মতো তৈরি করে প্রতিদিন হাজারখানেক মানুষ পারাপার করেন।” এই সাঁকোর উপর দিয়ে রোগীদের নিয়ে যাওয়া যায় না। তাঁদের প্রায় সাত কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরিয়ে তবে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। পুরোন সেতুটির জায়গায় নতুন একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান তাঁরা। এলাকাটি শ্যামপুর ১ পঞ্চায়েত সমিতির অধীন। সমিতির সভাপতি মঞ্জু অধিকারী বলেন, “সেতুটি করার কথা সেচ দফতরের। আমরা এর দেখভাল করি। তবে এখন আমাদের তহবিলে টাকা নেই। টাকা এলে আমরাই সেতুটি মেরামত করে দেব।”

চোলাইয়ের বিরুদ্ধে পথে নামলেন মানুষ
চোলাই মদের বিরুদ্ধে পদযাত্রায় যোগ দিলেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আমতার নারিট বাজার থেকে পদযাত্রা শুরু হয়। প্রায় সাত কিলোমিটার অতিক্রম করে বাগনানের বাইনান বাজারে এসে সেটি শেষ হয়। এখানে একটি সমাবেশ হয়। চোলাই মদের ক্ষতিকর দিকগুলি নিয়ে সভায় বিভিন্ন বক্তারা আলোচনা করেন। পুলিশের কাছেও আবেদন জানানো হয়, তারা যেন চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে যৌথ ভাবে এ দিনের পদযাত্রার আয়োজন করেছিল আমতা ২ এবং বাগনান ১ ব্লক প্রশাসন। সহযোগিতায় ছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র এবং বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্তারা। তাজপুর, কুশবেড়িয়া এবং বাইনান এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মানুষ পদযাত্রায় যোগ দেন। এ ছাড়াও দু’টি ব্লকের বিডিও, বাগনানের আই সি এবং আমতার সি আই, দু’টি পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মহিলা সমিতির সদস্যেরা পদযাত্রায় যোগ দেন।

বস্তিবাসীদের নিয়ে শিবির
বস্তিবাসীদের নিয়ে সাত দিন ধরে বিশেষ শিবির করল শ্রীরামপুর কলেজের রাষ্ট্রীয় সেবা যোজনা (এনএসএস)। সম্প্রতি কলেজ সংলগ্ন বস্তিতে ওই শিবির হয়। বস্তিবাসীদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছিল। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান হয়। শিবিরে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক রত্না দত্ত জানান, সুন্দর ভাবে জীবন যাপনের জন্য বাসিন্দাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই এলাকাটি বেছে নেওয়া হয়েছিল। কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিকেরা শিবিরে উপস্থিত ছিলেন। ওই কেন্দ্রের বর্তমান কর্মপদ্ধতি সম্পর্কে তাঁরা এলাকাবাসীকে অবহিত করেন। পাশাপাশি, বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় হাতেকলমে। বস্তির ছেলেমেয়েদের পাশাপাশি এনএসএসের ছাত্রছাত্রীরাও সেখানে পাঠ নেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও, শিবিরের প্রত্যেক দিনই নানা খেলাধূলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কল্পতরু দিবস পালন
আন্টিলা শ্রীরামকৃষ্ণ সার্বিক গ্রাম বিকাশকেন্দ্রের উদ্যোগে বোরড় গ্রামে পালিত হল কল্পতরু দিবস। পয়লা জানুয়ারি এই উপলক্ষে মঙ্গলারতি, প্রভাত ফেরি, সঙ্গীত, আবৃত্তি প্রভৃতি অনুষ্ঠান হয়। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রামকৃষ্ণের জীবনের উপরে ভিত্তি করে চলচ্চিত্র প্রদর্শনী হয়। বহু বিশিষ্ট মানুষ এ দিন হাজির ছিলেন।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০)। মঙ্গলবার, বালিতে। পুলিশ জানায়, জি টি রোড পেরোনোর সময়ে লরিটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। লরিটি আটক হলেও চালক পলাতক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.