নতুন বছরে আগুন যেন পিছু ছাড়ছে না মহানগরীর। রবিবার পার্ক স্ট্রিটে এবং সোমবার টালিগঞ্জে অগ্নিকাণ্ডের পরে মঙ্গলবার রাতে বরাহনগরে এবং তারাতলায় আগুন লাগার দু’টি ঘটনা ঘটে। বরাহনগরে টায়ারের দোকান-সহ একটি তেতলা বাড়িতে আগুন লাগায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর তারাতলার জিঞ্জিরাবাজারের কাছে আগুনে ছাই হয়ে যায় সাতটি অস্থায়ী দোকান। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত এখনও দগদগে। এই অবস্থায় মঙ্গলবার রাতের দু’টি অগ্নিকাণ্ডেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। তবে হতাহতের খবর নেই।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টা নাগাদ বি টি রোডে আইএসআইয়ের উল্টো দিকে সুভাষপল্লি এলাকায় একটি নার্সিংহোমের লাগোয়া তেতলা বাড়িতে আগুন লাগে। বাড়ির একতলায় টায়ারের দোকান। সেই দোকানের টায়ার-সহ বিভিন্ন দাহ্য পদার্থ ছড়িয়ে ছিল ফুটপাথ পর্যন্ত। প্রথমে আগুন লাগে রাস্তার ধারে টায়ারের স্তূপে। ক্রমে তা তেতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। দমকলের সাতটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডানলপ মোড়ের কাছেই ওই অগ্নিকাণ্ডের জেরে বি টি রোডে শ্যামবাজারমুখী লেনে তীব্র যানজট হয়। যানজট ছড়িয়ে পড়ে পিডব্লিউডি রোডেও। ঘণ্টা দুয়েক পরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রথমে আগুন দেখতে পেয়েছিল বরাহনগর থানার টহলদার পুলিশ। তারাই দমকলে খবর দেয়। দমকল আসার আগেই আগুন ধরে যায় রাস্তার বিদ্যুতের তারেও। সেখানে জল দিলে তা বিদ্যুদয়িত হয়ে পড়ার আশঙ্কা ছিল। এলাকার তৃণমূল নেতারা দমকলমন্ত্রী জাভেদ খানকে বিষয়টি জানান। শেষ পর্যন্ত ফোমের ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণ করে দমকল। বাসিন্দারা দমকলের সঙ্গে হাত লাগিয়ে দোকানঘর ভেঙে টায়ার বার করতে শুরু করেন। তা নিয়ে ওই দোকানের মালিক পক্ষের সঙ্গে বচসা বাধে। হাতাহাতিও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই বাড়ির পাশে একটি বন্ধ নার্সিংহোম ছাড়াও আবাসিক এলাকা আছে। ওখানে বি টি রোডের ধারেই অনেকটা অংশ জুড়ে প্লাইউড, টায়ার-সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকে। মূলত এই সব সামগ্রীই কেনাবেচা হয় ওই অঞ্চলে। তৃণমূল নেতা অঞ্জন পাল এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অগ্নিকাণ্ড কাকতালীয় নয়। বহুতল তৈরি করার জন্যই ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়।
মঙ্গলবার বেশি রাতে তারাতলার জিঞ্জিরাবাজারের কাছে কয়েকটি অস্থায়ী দোকানে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। পুলিশ জানায়, রাত ১টার কিছু আগে হেমন্ত বসু মার্কেটের লাগোয়া অস্থায়ী দোকানে আগুন লাগে। ভস্মীভূত হয় সাতটি দোকান। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাতে আগুন লাগার ঘটনা ঘটে রাজারহাটেও। পুলিশ জানায়, সেখানকার চিনার পার্ক এলাকার একটি বাড়ির তেতলায় গ্লাভস তৈরির কারখানায় আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন গভীর রাত পর্যন্ত আগুনের সঙ্গে লড়াই চালায়। |