টুকরো খবর
ফের বিভ্রাট এসি রেকে, হয়রানি
মেট্রোর যান্ত্রিক বিভ্রাট চলছেই। দরজা না খোলায় প্ল্যাটফর্মে এনেও কারশেডে ফেরাতে হল বাতানুকূল রেক। ফলে যাত্রীদের প্রায় ১৫ মিনিট নষ্ট হল। মঙ্গলবার দুপুরে, দমদম মেট্রো স্টেশনের ঘটনা। মেট্রো সূত্রে খবর, দুপুর সওয়া একটা নাগাদ ওই বাতানুকূল রেকটিকে প্ল্যাটফর্মে আনা হয়। ততক্ষণে থিকথিকে ভিড়। ট্রেনটি ঢুকতেই প্রতিটি দরজার সামনে ভিড় আছড়ে পড়ে। কিন্তু দরজা আর খোলেনি। প্রায় মিনিট দশেক পরে মাইকে ঘোষণা করা হয়, ‘যান্ত্রিক ত্রুটি থাকায় ট্রেনটিকে কারশেডে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ আরও ৫ মিনিট পরে ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই অন্য ট্রেন দেওয়া হয়। অন্য দিকে, ‘দমদম পূর্ব ও মেট্রো রেল যাত্রী অ্যাসোসিয়েশন’-এর তরফে সম্প্রতি পূর্ব ও মেট্রো রেল কর্তৃপক্ষকে যাত্রী-স্বার্থে চিঠি দিয়ে বেশ কতগুলি দাবি জানানো হয়েছে। সেগুলির অন্যতম হল, যাত্রীদের যাতায়াতের জন্য দমদম স্টেশনের (বিধাননগরের দিকে) এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যে সাবওয়েটি আছে, সেটিকে ৪ নম্বর প্ল্যাটফর্মের পরে দমদম রোড পর্যন্ত খুলে দেওয়া হোক। যাতে নাগেরবাজারের দিক থেকে আসা যাত্রীরা সহজে পূর্ব রেলের স্টেশনে বা মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারেন। দুই রেলের পক্ষ থেকেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

দুই গোষ্ঠীর হাতাহাতিতে উত্তেজনা গার্ডেনরিচে
শ্রমিক সরবরাহের ঠিকাদারি নিয়ে দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল গার্ডেনরিচ থানা এলাকায়। হাতাহাতিতে জখম হয় দু’পক্ষের দু’জন। আগুন ধরানো হয় একটি মোটরবাইকে। ভাঙচুর হয় দু’টি ট্যাক্সি। পুলিশ জানায়, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। পুলিশ জানায়, দুপুরে মেটিয়াবুরুজ থানার দেওয়ানবাগানে মোক্তার আহমেদ খান নামে এক ঠিকাদারের ইউনিয়ন অফিস উদ্বোধন করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ফেরার পথে গার্ডেনরিচ রোডে মোক্তারের বিরোধী গোষ্ঠী নাদিম আনসারির লোকজন তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। মোক্তারের দলের অভিযোগ, নেতা চলে যাওয়ার পরে তাদের উপরে চড়াও হয় নাদিমের লোক। আগুন লাগানো হয় মোক্তারের গাড়িতে। পুলিশে পাল্টা অভিযোগ করে নাদিমের দল জানায়, এলাকায় প্রভাব বজায় রাখতে মোক্তারের দল হামলা করেছে। পুলিশ জানায়, এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহের ঠিকাদারি নিয়ে দুই গোষ্ঠীর পুরনো বিবাদ আছে। রাজনৈতিক রং বদলে এক পক্ষ এলাকার দখল ও বাড়তি সুবিধা নিতে চাইছে। এই হাতাহাতি তার জেরেই। খবর পেয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম গার্ডেনরিচ থানায় যান। এলাকায় শৃঙ্খলা রাখতে পুলিশকে নির্দেশ দেন তিনি। পুরমন্ত্রী বলেন, “এটি কংগ্রেসের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল।” প্রদীপবাবু অবশ্য বলেন, “আমি আইএনটিইউসি-র অফিস উদ্বোধন করতে গিয়েছিলাম। তার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই। একে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বললে ভুল হবে।”

এসপি-সহ ৩ জনকে তলব, দায়িত্বে ডিজি
ডিভিশন বেঞ্চের তলব সত্ত্বেও তদন্তকারী অফিসার কলকাতা হাইকোর্টে হাজির হননি। এর জেরে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার, বেলঘরিয়া থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে আজ, বুধবার সকাল সাড়ে ১০টায় হাইকোর্টে বিচারপতি অসীম রায় এবং বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চের এজলাসে হাজির হতে হবে। পুলিশের ডিজি-কে ওই তিন জনের তাঁদের হাজিরা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
বিশ্বনাথ দাস নামে এক ব্যক্তির জামিনের আবেদনের বিচার করতে গিয়ে ডিভিশন বেঞ্চ কেস ডায়েরিতে কিছু অসঙ্গতি পেয়েছিল। সেই ব্যাপারে ব্যাখ্যা চেয়ে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দেয় ওই ডিভিশন বেঞ্চ। এ দিন তাঁর হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির হননি।সরকারি আইনজীবী কৌশিক চট্টোপাধ্যায় জানান, ডিভিশন বেঞ্চের নির্দেশ তিনি যথাসময়েই বেলঘরিয়া থানাকে জানিয়েছিলেন। তদন্তকারী অফিসার যাতে ঠিক সময়ে আদালতে পৌঁছে যান, তা নিশ্চিত করার জন্য এ দিনও তিনি আইসি-কে ফোন করেন। কিন্তু আইসি ক্ষুব্ধ হন। আইনজীবী এসপিকে মোবাইলে ফোন করেন। ওই আইনজীবীর অভিযোগ, এসপি তাঁকে বলেন, তিনি তাঁর ব্যক্তিগত মোবাইলে ফোন করার সাহস কোথা থেকে পেলেন। সব শুনে ডিভিশন বেঞ্চ ডিজি-কে নির্দেশ দেয়, তদন্তকারী অফিসার, আইসি এবং পুলিশ সুপার বুধবার যাতে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হন, তাঁকেই সেটা নিশ্চিত করতে হবে।

‘কর্মহীন’ কৌশিকের মৃত্যুর জট কাটেনি, নেই নালিশও
বর্ষবরণের রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে ৩১তলা থেকে পড়ে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও রহস্য কাটেনি। ৩১ ডিসেম্বর রাতে এক বান্ধবীর ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে কৌশিক দত্ত নামে ওই যুবক মারা যান। ওই ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, পুলিশের কাছে তা স্পষ্ট নয়। বর্ষবরণের অনুষ্ঠানে কৌশিকবাবু মদ্যপান করেছিলেন বলে তাঁর বান্ধবী পুলিশকে জানান। কিন্তু ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে মৃতের পাকস্থলীতে মদ মেলেনি। এই গরমিলই ধন্দে ফেলেছে পুলিশকে। তবে কৌশিকবাবুর পরিবারের তরফে মঙ্গলবার রাত পর্যন্ত কারও বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি। কৌশিকবাবুর বান্ধবীর স্বামী ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন। মুম্বইয়ে চাকরি করেন তিনি। পুলিশ তাঁর সঙ্গেও কথা বলেছে। পুলিশের দাবি, কৌশিকবাবুর ‘ঘনিষ্ঠেরা’ জানান, জুলাইয়ে বিদেশের চাকরি ছেড়ে শহরে আসার পরে মনের মতো চাকরি পাচ্ছিলেন না ওই যুবক। কৌশিকবাবু যে-বান্ধবীর ফ্ল্যাটে গিয়েছিলেন, তিনিও পুলিশকে এ কথা জানান। পুলিশি সূত্রের খবর, ওই মহিলা জানান, কথাবার্তার ফাঁকে মাঝেমধ্যেই বেকারত্বের প্রসঙ্গ তুলতেন কৌশিকবাবু। এমনকী বর্ষবরণের রাতেও তাঁদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়। ওই মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, কৌশিকবাবুর জন্য তিনিও চাকরি খুঁজছিলেন।

ডোভার লেন সঙ্গীত সম্মেলন
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষে তাঁর নামে উৎসর্গ করা হচ্ছে ডোভার লেন সঙ্গীত সম্মেলন। শাস্ত্রীয় সঙ্গীতের এই উৎসবের এ বার ৬০ বছর পূর্তি। শিল্পীদের পাশাপাশি এ বছর থেকে বাদ্যযন্ত্র প্রস্তুতকারীদের সম্মান জানানো শুরু করছেন কর্তৃপক্ষ। সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পা সেন মঙ্গলবার জানান, স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষে তাঁকেই এ বারের উৎসব উৎসর্গ করা হচ্ছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে থাকছে রুদ্রবীণার অনুষ্ঠানও। বাপ্পাবাবু আরও বলেন, “শিল্পীরা গান-বাজনা করেন। কিন্তু যাঁরা বাদ্যযন্ত্র গড়েন, তাঁদের পরিশ্রমের কোনও মূল্যায়ন হয় না। সে কারণেই এ বছর থেকে বাদ্যযন্ত্র প্রস্তুতকারীদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছি আমরা।” এ বছর সঙ্গীত সম্মান পুরস্কার তুলে দেওয়া হবে কণ্ঠসঙ্গীত শিল্পী গিরিজা দেবীর হাতে। বিশেষ সম্মান জানানো হবে তানপুরা প্রস্তুতকারী শিল্পী বিমল বিশ্বাসকে। উদ্যোক্তারা জানান, বিভিন্ন দিনে যোগ দেবেন আমজাদ আলি খান, যশরাজ, গিরিজা দেবী, অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, অজয় চক্রবর্তী, আমান আলি খান, রাশিদ খান, শাহিদ পারভেজ প্রমুখ। নজরুল মঞ্চে ২২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন।

জেলে নজরদারি নিয়ে ফের প্রশ্ন
জেলে নজরদারির ‘মাত্রা’ বাড়ানোর ব্যাপারে বিভিন্ন সময় একাধিক ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। আগের তুলনায় নজরদারি ‘কড়া’ হয়েছে বলে দাবিও করেছেন কর্তারা। কিন্তু সোমবার আলিপুর সেন্ট্রাল জেলের একটি সেল থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের পরে তাঁদের দাবি নিয়ে ফের প্রশ্ন উঠল। এ দিন জেলের তিন নম্বর সেল-এর একতলায়, যেখানে দাগি দুষ্কৃতী গুড্ডা থাকত, সেখান থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়। তার পাশের ঘরে ছিল গুঞ্জন। তার কাছ থেকেও মোবাইল ফোন, সিমকার্ড, নগদ টাকা পাওয়া যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর, ওই দিন রাতেই গুড্ডাকে দমদম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাচক্রে, গুড্ডা থাকত তিন নম্বর সেল-এর একতলায়, ওই সেল-এর দোতলায় বন্দি রয়েছেন আমরি-কাণ্ডে ধৃত ৮ অভিযুক্ত। ওই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী মঙ্গলবার বলেন, “ওই জেলে নিরাপত্তা এবং বন্দিদের তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।” পুলিশের একাংশের অনুমান, জেলের কোনও বন্দিকে ভয় দেখিয়ে টাকা নিতেই ওই অস্ত্র এনেছিল গুড্ডা। যদিও, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন মঙ্গলবার বলেন, “জেলে কাউকে ভয় দেখানোর কোনও অভিযোগ মেলেনি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।”

অনুমোদনের অপেক্ষা
রাজ্যের অনুমোদন পেলেই কলকাতা পুরসভা ওয়েভার প্রকল্প চালু করবে। মঙ্গলবার মেয়র শোভন চট্টোপাধ্যায় এ কথা জানান। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ওয়েভার প্রকল্প নিয়ে রাজ্যের তৈরি আইনে ইতিমধ্যেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। এর পরে পুর-দফতর ওয়েভার প্রকল্প চালু করার অনুমোদন দিলে পুরসভা বিজ্ঞপ্তি জারি করে কাজ শুরু করতে পারবে। ওই প্রকল্পে বলা হয়েছে, ২০১১-এর ৩১ মার্চ পর্যন্ত যাঁদের সম্পত্তিকরের বিল পাঠানো হয়েছে, তাঁরাই এতে সুযোগ পাবেন। যাঁদের বকেয়া সম্পত্তিকর ১ লক্ষ টাকার মধ্যে, তাঁরা তার উপরে সুদে ৯৫ শতাংশ, ১ লক্ষ- ৫ লক্ষ টাকা পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে সুদে ৭৫ শতাংশ এবং ৫ লক্ষ টাকার বেশি বকেয়ার ক্ষেত্রে সুদে ৫০ শতাংশ ছাড় পাবেন। সব বকেয়া করদাতারা জরিমানায় ৯৯ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

জীবনাবসান
দক্ষিণেশ্বর শ্রীসারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা অমৃতপ্রাণার (৮৪) জীবনাবসান হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সোমবার মঠ প্রাঙ্গণে তিনি প্রয়াত হন। মঠ সূত্রের খবর, ১৯৫৫ সালে প্রব্রাজিকা অমৃতপ্রাণা শ্রীসারদা মঠে যোগদান করেন। ১৯৬৫ সালে সন্ন্যাস দীক্ষা নেন মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণার কাছে। ১৯৮৩ সালে প্রব্রাজিকা অমৃতপ্রাণা শ্রীসারদা মঠের অছি নির্বাচিত হন। ওই বছরেই তিনি রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হয়েছিলেন।

জল বন্ধ থাকবে
জরুরি মেরামতির জন্য আজ, বুধবার বিকেলে টালা-পলতা এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে ওই এলাকার কয়েকটি ওয়ার্ডে বিকেলের জল সরবরাহ বিঘ্নিত হবে। তবে শহরের অন্যত্র টালা-পলতার জল সরবরাহ স্বাভাবিক থাকবে। মঙ্গলবার মেয়র শোভন চট্টোপাধ্যায় এ খবর জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক হবে।

গঙ্গাসাগরে প্রি-পেড ট্যাক্সি
গঙ্গাসাগর মেলায় যাওয়ার হয়রানি কমাতে কচুবেড়িয়া থেকে ‘প্রি-পেড’ ট্যাক্সি চালু করছে জেলা প্রশাসন। মেলায় পানীয় জলের পাউচ সরবরাহ করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর। ১২ জানুয়ারি শুরু হচ্ছে মেলা। মঙ্গলবার আলিপুরে এক সাংবাদিক বৈঠকে এই ব্যবস্থার কথা ঘোষণা করেন জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.