টিভি-১৮ গোষ্ঠীর শেয়ার নিচ্ছেন মুকেশ অম্বানী। আবার টিভি-১৮ নিচ্ছে ই টিভি-র মালিকানা। তবে এর ফলে ই টিভি-র উপর মুকেশ অম্বানী গোষ্ঠীর সত্ত্ব কতটা বর্তাবে তা এখনও পরিষ্কার নয়। স্পষ্ট নয় টিভি-১৮-এ তাদের লগ্নি করা অর্থের অঙ্ক কিংবা অংশীদারির পরিমাণও।
মুকেশ অম্বানী গোষ্ঠী জানিয়েছে, ফোর-জি বা আধুনিকতম মোবাইল পরিষেবা প্রযুক্তি ব্যবসায় পা দিয়ে যাতে ‘কনটেন্ট’-এর অভাব না হয়, তা দেখতেই এই লগ্নি। কারণ, এর দৌলতে রাঘব বেহ্ল নিয়ন্ত্রিত ওই গোষ্ঠীর দুই সংস্থা, নেটওয়ার্ক-১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং টিভি-১৮ ব্রডকাস্টের খবর বা অনুষ্ঠান দেখানোর বিষয়ে অগ্রাধিকার পাবে তাদের ব্রডব্যান্ড পরিষেবা সংস্থা ইনফোটেল। তবে টিভি-১৮ পরিচালনার রাশ প্রতিষ্ঠাতা ও অন্যতম কর্ণধার বেহ্লের হাতেই থাকছে বলে জানিয়েছে দু’পক্ষ। এখন তাদের ঝুলিতে সিএনবিসি টিভি-১৮, সিএনএন -আইবিএন ইত্যাদি খবরের চ্যানেল। অংশীদারি রয়েছে কালার্স, এম টিভি ইত্যাদি বিনোদনমূলক চ্যানেলেও।
আগেই প্রায় ২,৬০০ কোটি টাকার বিনিময়ে ই টিভি-র বিভিন্ন আঞ্চলিক চ্যানেলে শেয়ার কিনেছিল মুকেশ গোষ্ঠী। সংশ্লিষ্ট সূত্রে দাবি, এ বার সেই অংশীদারি নেবে টিভি-১৮ গোষ্ঠী। শেয়ার বাজারের একাংশের মতে, এই বোঝাপড়ায় লাভবান হবে দু’পক্ষই। এক দিকে, মুকেশের সংস্থা থেকে লগ্নির অর্থ পাওয়ায় দেনা মিটিয়ে আর্থিক ভিত মজবুত করবে টিভি-১৮। আবার তাদের বিভিন্ন চ্যানেল কিংবা মানিকন্ট্রোল ডট কমের মতো ওয়েবসাইটের ‘কনটেন্ট’ ব্যবসায় ব্যবহারের সুযোগ পাবে মুকেশ গোষ্ঠী। সম্ভাবনার ফল হিসেবে এ দিন শেয়ার দরও বেড়েছে দুই সংস্থার। |