পাত্র দেখতে এসে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্য হল এক যুবকের। মৃতের নাম গৌতম মণ্ডল (৩২)। ঝাড়খন্ডের রাগীশ্বর থানার কদমা গ্রামে তাঁর বাড়ি। আহত হন তাঁর সঙ্গী জয়দীপ মণ্ডল। মঙ্গলবার দুপুরে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা এবং দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে বর্ধমান নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৌতমবাবুর। অন্য দিকে, বাঁকুড়ার বড়জোড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। জখম আরও এক জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে বড়জোড়া মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতেরা হলেন সুরেশ রুইদাস (৪০) ও অমিত রুইদাস (২৮)। জখম হন দীপক রুইদাস। তিন জনই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ওই তিন জন এ দিন মোটরবাইকে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাচ্ছিলেন। বড়জোড়া মোড়ে একটি ট্রেলারের সঙ্গে মোটরবাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান সুরেশ ও অমিত। দীপককে আহত অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
|
ইউনিট টেস্টে দেওয়া প্রাপ্ত নম্বরের সঙ্গে বার্ষিক পরীক্ষায় দেওয়া নম্বরে গরমিল আছে। এই অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সিউড়ি আরটি গার্লস স্কুলে। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারীদের দাবি, “অষ্টম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্টের প্রাপ্ত নম্বরের সঙ্গে বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ডে উল্লিখিত নম্বরে গরমিল আছে। বার্ষিক পরীক্ষায় এত কম নম্বর দেওয়া হয়েছে ভাবা যায় না। খাতা দেখাতে রাজি হননি স্কুল কর্তৃপক্ষ।” প্রধান শিক্ষিকা মৌ দাসগুপ্ত বলেন, “অভিযোগ ভিত্তিহীন। প্রতি বছরই রেজাল্ট বেরনোর পরে অকৃতকার্য ছাত্রীর কিছু অভিভাবক এমন করে থাকেন।” তাঁর দাবি, “আসলে ইউনিট টেস্টের খাতা বাড়ি নিয়ে যায়। কেউ কেউ নম্বর বদলে এ সব করে থাকে। দু’জন অভিভাবক এ দিন খাতা নিয়ে এসেছিলেন এক জনকে বুঝিয়ে দেওয়ার পরে চলে যান। অন্য জন কিছুতেই মানতে চাননি। তিনি লোকজন ডেকে এ সব করেছেন।”
|
সিউড়ি ২ ব্লকের গড়গড়িয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হল সোমবার। ওই দিন সকালে স্কুলের ছাত্রছাত্রী, সিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা গ্রাম পরিক্রমা করেন। দুপুরে একটি সভা ও সন্ধ্যায় শান্তিনিকেতনের একটি নাট্যগোষ্ঠীর নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা। যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করেছে রামপুরহাট ১ ব্লক। আগামী ১১ জানুয়ারি প্রতিযোগিতাটি হবে। |