টুকরো খবর |
তাঁতশিল্পীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কালনা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁত ব্যবসায়ী এক যুবকের। মঙ্গলবার কালনার ধাত্রীগ্রামে নিজের বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ বসাক (৩৯)। তিনি তাঁত ব্যবসায়ী ছিলেন। মৃতের ভাই অনুপ বসাক বলেন, “বাড়িতে ২০টি তাঁত রয়েছে। বর্তমানে তাঁতের বাজার মন্দা হওয়ায় দাদার ব্যাঙ্কে বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। এ দিন ভোরে একটি তাঁতঘরে দাদার ঝুলন্ত দেহ মেলে।” মৃতের শ্বশুর দীপককুমার বসাকের দাবি, “সোমবার রাত ৯টা নাগাদ জামাইয়ের সঙ্গে কথা হয়েছিল। তখন সে বলছিল, ব্যবসার হাল খারাপ। এ অবস্থায় তাই আর হয়তো বাড়িতে থাকা হবে না।” জামাইয়ের ব্যাঙ্ক-ঋণের কথা স্বীকার করেন তিনিও। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। |
অবশেষে উদ্ধার মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
অবশেষে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল কেতুগ্রাম থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে নবগ্রাম ও শিবলুন স্টেশনের মাঝে যমুনা রেল সেতুর নীচে তাঁর দেহটি মেলে। প্রায় কুড়ি দিন আগে পূর্ব রেলে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ওই সেতু হেঁটে পেরোনোর সময়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় এক মহিলা নীচে পড়ে যান। চার দিন পরে যমুনা খাল থেকে দেহটি ভেসে ওঠে। কিন্তু পুলিশ ও রেল পুলিশের চাপানউতোরে দেহটি এত দিন উদ্ধার করা হয়নি। পুলিশের দাবি ছিল, দেহ যেখানে পড়ে তা রেল পুলিশের এলাকা। রেল পুলিশ পাল্টা দাবি করেছিল, মৃতদেহ যমুনা খালে রয়েছে। তা তাদের এলাকা নয়। এই টানাপোড়েনে প্রায় ১৫ দিন ওই এলাকায় পড়েছিল দেহটি। |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে দাঁইহাট শহরে যাওয়ার পথে পাইকপাড়া লেবেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মধুসূদন মুখোপাধ্যায় (৩৭)। পেশায় তাঁতশিল্পী ওই ব্যক্তির বাড়ি কাটোয়ার মুস্থুলি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সাইকেলে যাওয়ার সময়ে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। ময়না-তদন্তের পরে দেহটি বাড়ি নিয়ে যাওয়ার সময়ে ক্ষতিপূরণের দাবিতে মুস্থুলি মোড়ে এসটিকেকে রোড বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করেন বাসিন্দারা। |
ধানের দাম নিয়ে সরব বিজেপি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে জানুয়ারিতে জেলা জুড়ে আন্দোলনে নামবে বিজেপি। মঙ্গলবার দলের জেলা সভাপতি দেবীপ্রসাদ মল্লিক এ কথা জানান। তিনি বলেন, “গত ৭ থেকে ৩১ ডিসেম্বর বর্ধমান জেলায় পাঁচ জন চাষি ধান বিক্রি করতে না পেরে আত্মহত্যা করেছেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো তো দূর, সরকার কোনও পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়নি। উল্টে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ চোলাই খেয়ে মৃতদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার।” এ সবের প্রতিবাদেই তাঁরা ঘেরাও-আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন দেবীপ্রসাদবাবু। |
নয়ানজুলিতে বাস, জখম ৫০
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
নিজস্ব চিত্র। |
বাস নয়ানজুলিতে পড়ে জখম হলেন প্রায় ৫০ জন যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের পদুয়ার কাছে। জখমদের মধ্যে অন্তত দশ জন শিশু এবং মহিলা। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরে জখমদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান-বাঁকুড়া রাস্তায়। যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘ দিন বেহাল হয়ে পড়ে। তারই জেরে দুর্ঘটনা। |
সংঘর্ষে অভিযুক্ত ২৫ জনের জামিন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্কুলে শিক্ষাবন্ধু নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃত ২৫ জন জামিন পেলেন মঙ্গলবার। তাঁদের মধ্যে এক জনকে পুলিশ গ্রেফতার করেছিল। এ দিন জেলা জজ প্রভাতকুমার অধিকারী অন্য ২৪ জনের আগাম জামিন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা যায়, নভেম্বরের শুরুর দিকে বর্ধমানের বড়নীলপুরে দু’পক্ষের মধ্যে ওই সংঘর্ষ বাধে। বোমাবাজির মাঝে পড়ে এক স্কুলছাত্র মাথায় গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। |
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
সম্প্রতি কোঁয়ারপুর উচ্চ বিদ্যালয়ে ৬৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। এ ছাড়াও বঙ্গভঙ্গ রোধের শতবর্ষ, জাতীয় সঙ্গীতের শতবর্ষ, বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষও স্মরণ করা হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। |
|