সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে সরব বিজেপি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে জানুয়ারিতে জেলা জুড়ে আন্দোলনে নামবে বিজেপি। মঙ্গলবার দলের জেলা সভাপতি দেবীপ্রসাদ মল্লিক এ কথা জানান। তিনি বলেন, “গত ৭ থেকে ৩১ ডিসেম্বর বর্ধমান জেলায় পাঁচ জন চাষি ধান বিক্রি করতে না পেরে আত্মহত্যা করেছেন। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো তো দূর, সরকার কোনও পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানায়নি। উল্টে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ চোলাই খেয়ে মৃতদের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার।” এ সবের প্রতিবাদেই তাঁরা ঘেরাও-আন্দোলনে নামবেন বলে জানান দেবীপ্রসাদবাবু।
অন্য দিকে, চালকলে ধান বিক্রি করতে গেলে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে মঙ্গলবার বাঁকুড়া-দুর্গাপুর সড়কের হাটআশুড়িয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অরূপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “একে রাজ্য জুড়ে ধান বিক্রি করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। আবার বিক্রি করতে গিয়েও চালকল থেকে তাঁরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।” এ দিন সকালে আধ ঘণ্টা অবরোধ হয়। |
পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পিকনিক করে ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতোয়ালি থানার ভাদুতলায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্রীনাথ রুইদাস (২৫) ও আনন্দ রুইদাস (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে রুইদাসপাড়া থেকে একটি গাড়ি করে দিঘায় পিকনিক করতে গিয়েছিলেন কয়েক জন। মঙ্গলবার ভোরে বাড়ি ফেরার পথে ভাদুতলায় একটি গাড়ির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান ওই দু’জন। বাকিদের অল্পবিস্তর চোট লাগে। |
অন্ডালে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পুস্তক দিবস উপলক্ষে মঙ্গলবার অন্ডালের উখড়া অস্থল ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। নৃত্য, গান, আবৃত্তি এবং ছড়া পরিবেশন করে ২০ জন স্কুল পড়ুয়া। এ দিন প্রথম শ্রেণির পড়ুয়াদের নবীনবরণ অনুষ্ঠান হয়। |
অন্ডালে পুস্তক দিবস উপলক্ষে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পুস্তক দিবস উপলক্ষে মঙ্গলবার অন্ডালের উখড়া অস্থল ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। নৃত্য, গান, আবৃত্তি ও ছড়া পরিবেশন করে ওই বিদ্যালয়ের ২০ জন পড়ুয়া। এ দিন প্রথম শ্রেণির পড়ুয়াদের নবীনবরণ অনুষ্ঠান হয়।s |