স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জয়ী বালক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় চিত্তরঞ্জন বালক সঙ্ঘ ৪৩ রানে ঝাড়খণ্ডের কাস্তা ধোওয়া ডাঙা ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে বালক সঙ্ঘ ৯ উইকেটে ১০৬ রান তোলে। জবাবে কাস্তার ইনিংস ৬৩ রানে শেষ হয়ে যায়।
|
নক আউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কমলেশ সিংহ স্মৃতি লিগ কাম নক আউট ফুটবলে মঙ্গলবারের খেলা অমীমাংসিতভাবে শেষ হল। মুখোমুখি হয় সিহারসোল বাহিনী সঙ্ঘ ও শিশুবাগান ফুটবল ক্লাব। দু’টি দলই একটি করে গোল করে।
|
অ্যাথলেটিক মিট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বার্ষিক অ্যাথলেটিক মিট আয়োজিত হবে ভগৎ সিংহ স্টেডিয়ামে। ৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় যোগ দেবে মহকুমার ৯ টি ক্লাব। দু’দিন ধরে প্রতিযোগিতা চলবে বলে জানিয়েছে ক্রীড়া সংস্থা। |