নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
সোমবার তোলা নিজস্ব চিত্র। |
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার পুলিশ স্থানীয় মানিকতলা এলাকা থেকে বেশ কিছু গাছের গুঁড়ি উদ্ধার করে। সেগুলি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি। পাচারকারীরা অবশ্য ধরা পড়েনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্রমলক্ষ্নী কলোনিতে কিছুদিন ধরেই সরকারি এলাকার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠছিল। ওই ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর তথা পুরসভার বিরোধী দলনেতা চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, “বিষয়টি নিয়ে আগেই পুরপ্রধানের কাছে অভিযোগ জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেননি।” ওই অভিযোগ অস্বীকার করে পুরপ্রধান, তৃণমূলের সমীর দত্ত বলেন, “চিত্তরঞ্জনবাবু কোনও অভিযোগই করেননি। আজই খবর পেয়ে পুলিশকে বলেছি দোষীদের খুঁজে বের করে আইনত ব্যবস্থা নিতে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নদীতে ভেসে আসা চিতল হরিণ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জয়গাঁর বর্মনপাড়ায় তোর্সা নদীতে। বন্যপ্রাণ-৩ বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, সন্ধ্যায় জয়গাঁর বর্মনপাড়া লাগোয়া তোর্সা নদীতে একটি হরিণ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। |