কলকাতার পর্যটকদের রাজস্থানে নিয়ে এসে তাঁদের হয়রান করার অভিযোগ উঠল মহানগরীরই একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। কলকাতা থেকে পর্যটকদের রাজস্থানের মাউন্ট আবুতে নিয়ে এসেছে ওই সংস্থা। কলকাতা পুলিশের অভিযোগ পেয়ে সেখান থেকেই ওই সংস্থার এক ম্যানেজারকে আটক করেছে রাজস্থান পুলিশ। ওই ম্যানেজারকে কলকাতায় আনার জন্য কলকাতা পুলিশের একটি বিশেষ দল আজ রাজস্থান রওনা দিয়েছে। পর্যটকদের এক আত্মীয় টালিগঞ্জ থানায় ওই ভ্রমণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশি সূত্রের খবর, ‘সৃষ্টি ট্যুর ও ট্রাভেলস’ নামে ওই সংস্থা সম্প্রতি কলকাতা থেকে পর্যটকদের রাজস্থানে নিয়ে গিয়েছিল। জয়পুর, উদয়পুর হয়ে পর্যটকদলটি ৩১ ডিসেম্বর পৌঁছয় মাউন্ট আবুতে। সেখানে যে-হোটেলে পর্যটকদের নিয়ে যাওয়া হয়েছিল, আগেও সেখানে পর্যটক নিয়ে গিয়েছিল ওই ভ্রমণ সংস্থা। সে-বারের কিছু টাকা এখনও বাকি পড়ে আছে বলে হোটেল-কর্তৃপক্ষের অভিযোগ। তাই হোটেল-মালিক ওই ভ্রমণ সংস্থার ম্যানেজারকে আগের বারের বকেয়া-সহ মোট ৮০ হাজার টাকা দিতে বলেন। কিন্তু ভ্রমণ সংস্থার ম্যানেজার অঙ্কন বন্দ্যোপাধ্যায় অত টাকা দিতে চাননি। তখনই শুরু হয় গোলমাল।
সমস্যায় পড়ে পর্যটকেরা কলকাতায় যোগাযোগ শুরু করেন। ফোন করা হয় পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী জাভেদ খানকেও। মন্ত্রী বলেন, “কলকাতার পুলিশ কমিশনার এই বিষয়ে রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।” রাজ্য সরকারের তরফে পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাঘবেন্দ্র সিংহও দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন। তার পরে কলকাতা পুলিশের অভিযোগ পেয়ে ওই ভ্রমণ সংস্থার ম্যানেজারকে আটক করে রাজস্থান পুলিশ। পর্যটকেরা চাইলে ফেরার টিকিটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
মাউন্ট আবুর ওই হোটেলের ম্যানেজার মহেন্দ্র কাবরা বলেন, “ওই ভ্রমণ সংস্থা আগেও এক বার টাকা না-দিয়ে চলে গিয়েছিল। তাই বকেয়া টাকা চাওয়া হয়েছে। তবে আমরা পর্যটকদের সঙ্গে কোনও রকম খারাপ ব্যবহার করিনি।”
নাকাল পর্যটকদের অভিযোগও ভ্রমণ সংস্থার বিরুদ্ধেই। অনুপম দত্ত নামে এক ভ্রমণার্থী বলেন, “ওই ভ্রমণ সংস্থা আমাদের কাছ থেকে মাথাপিছু ১৫ হাজার ৩৫৫ টাকা নিয়েছে।
অথচ এখন বলছে, তাদের কাছে নাকি টাকা নেই।” কী ভাবে কলকাতায় ফেরত আসা যায়, অনুপমবাবুদের চিন্তা এখন সেটাই। |