ডিসেম্বরে বিক্রি বাড়াল অধিকাংশ গাড়ি সংস্থা |
ক্রেতাকে সুবিধা ও ডিজেল গাড়ির উপর ভর করে ডিসেম্বরে ব্যবসা বাড়াল দেশের অধিকাংশ গাড়ি সংস্থা। তবে মারুতি-সুজুকির ব্যবসায় নিম্নগতি অব্যাহত। এ বারও সংস্থার বিক্রি কমেছে প্রায় ৭%।
২০১১-র ডিসেম্বরের তুলনায় ভারতে গত মাসে বিক্রি বেড়েছে হুন্ডাই মোটর, ফোর্ড, জেনারেল মোটরস, মার্সিডিজ বেঞ্জ, নিসান-এর। কিন্তু দেশের গাড়ি ব্যবসার প্রায় অর্ধেকই দখলে থাকা মারুতির বিক্রি জুলাইয়ের পর থেকে এক টানা কমেই চলেছে। কারখানায় ধর্মঘট এবং নতুন সুইফট গাড়ি আনার জন্য পুরনো মডেলটির উৎপাদন বন্ধ থাকায় এই ঘটনা ঘটেছে। তার উপর ডিসেম্বরে রক্ষণাবেক্ষণের জন্য ফের ছ’দিন বন্ধ ছিল কারখানা।
তবে বেড়েই চলেছে দ্বিচক্রযানের বিক্রি। ডিসেম্বরে টিভিএস, বজাজ, হিরো মোটোকর্প ইত্যাদির বিক্রি বেড়েছে।
|
বাড়ল সেনসেক্স, চিন্তা রফতানি নিয়ে |
বছরের প্রথম লেনদেনের দিনে সামান্য হলেও বাড়ল সেনসেক্স। ৬৩ পয়েন্ট বেড়ে তা দাঁড়ায় ১৫,৫১৭.৯২ অঙ্কে। এ দিন ডলারে টাকা পড়েছে ২০ পয়সা।
অন্য দিকে, রফতানি বাড়লেও তা শিল্পের প্রত্যাশা পূরণ করেনি। নভেম্বরে তা বেড়েছে মাত্র ৩.৮%, যা গত দু’বছরে সবচেয়ে কম। অন্য দিকে, আমদানি বেড়েছে ২৪.৫%। যার জেরে লেনদেনে ভারসাম্য রক্ষা নিয়ে উদ্বেগ জানান বাণিজ্য সচিব রাহুল খুল্লার।
|
এককালীন ভাতা না দিয়েই ১৯ জন ঠিকা শ্রমিককে অবসর নিতে ‘বাধ্য’ করার অভিযোগে সোমবার হলদিয়ার আইওসি-তে দু’ঘণ্টা কর্মবিরতি পালন করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। তবে কর্তৃপক্ষের দাবি, ষাটোর্ধ্ব ব্যক্তিদের পেনশন ও পিএফের ব্যবস্থা হয়েছে। ডিজিএম (এইচআর) এন কে পারমার বলেন, “শুধু এককালীন টাকা দেওয়ার দাবি মানা সম্ভব হয়নি।” আইএনটিটিইউ সি নেতা স্বপন নস্কর ও সত্য সাহুর অভিযোগ, “পিএফ বা অন্য সুবিধা না-দিয়েই অবসর দেওয়া হয়েছে।” |