পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে সভা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নতুন শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদনকারী কোনও ছাত্রছাত্রী যাতে বাদ না যায় এবং লটারির মাধ্যমে ভর্তির জন্য যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় তাই সোমবার রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে এক সভায় মিলিত হলেন রামপুরহাটের ৫টি হাইস্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদক ও সদস্যেরা। এই নিয়ে ৩ বার এই বিষয়ে সভা বসল। সভায় সিদ্ধান্ত হয় ৫ জানুয়ারি রামপুরহাট শহরের ৫টি স্কুল একইসঙ্গে অভিন্ন নিয়মে একই পদ্ধতি মেনে লটারির মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করবে। সাধারণ, তফসিলি, আদিবাসী ও ওবিসি ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথকভাবে লটারি করা হবে। সেক্ষেত্রে কোন স্কুলে আসন সংখ্যা যদি পূরণ না হয় তবে পরবর্তীতে লটারির মাধ্যমে আবারও ভর্তি করা হবে। |
সাসপেন্ড ছাত্র
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
মদ্যপ অবস্থায় ছাত্রীনিবাসে ঢুকে অশালীন আচরণ করার অভিযোগে হারুণ রসিদকে সাসপেন্ড কল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, শনিবার রাত ২টো নাগাদ বিশ্বভারতীর মৃণালিনী ছাত্রীনিবাসে হারুণ রসিদ নামে ইন্টারন্যাশনাল বয়েজ হস্টেলের আবাসিক তথা কলাভবনের গ্রাফিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অশালীন আচরণ করেন। বিশ্বভারতীর ছাত্র পরিচালক মনোরঞ্জন প্রধান বলেন, “ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
তেল ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল চালকের। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, সদাইপুর থানা এলাকার বাঁধেরশোলের কাছে। মৃতের নাম শঙ্কর দরবেস (৩৬)। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যায় ভোজ্যতেলের ট্যাঙ্কারটি সিউড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শঙ্কর দরবেসের। |
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
নলহাটি থানার প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের দুদিনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল সোমবার। এ দিন সকালে শুরুর দিন স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা নানান সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রাক্তনদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অসিত মাল। |