দু’দিন ব্যাপী রাজ্য হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন শেষ হল রবিবার। আয়োজন করেছিলেন ‘দ্য হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র পশ্চিমবঙ্গ শাখার বিষ্ণুপুর ইউনিটের সদস্যরা। সংগঠনের বিষ্ণুপুর শাখার সম্পাদক উদয় কুমার দে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪১ জন চিকিৎসক ওই সম্মেলনে অতিথি ও বক্তা হিসেবে এসেছিলেন। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা, বিষ্ণুপুর পুরসভার উপ পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়, বিষ্ণুপুর মহকুমা হাসপাতালের সুপার রবীন্দ্রনাথ প্রধান। সম্মেলনে আলোচনাচক্রের পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বইপত্র বিক্রি এবং প্রদর্শনীর আয়োজনও ছিল।
|
ডাক্তার ধর্মঘট উঠল রাজস্থানে |
রাজস্থানে ডাক্তারদের ধর্মঘট উঠে গেল শনিবার মধ্য রাতে। ২১ ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধি ও সময় মতো পদোন্নতির দাবিতে রাজস্থানের সরকারি হাসপাতালের ডাক্তাররা ধর্মঘট করছিলেন। গত রাতে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর অত্যাবশ্যক পরিষেবা আইন (এসমা) প্রত্যাহার এবং জেলে বন্দি ধর্মঘটী ডাক্তারদের মুক্তির কথা ঘোষণা করেন। আটক ডাক্তারদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য পাঁচ জন মন্ত্রীকে নিয়ে এক কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। এই ঘোষণার পর ডাক্তারদের এক প্রতিনিধি দল বিদ্যুৎমন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে দেখা করেন ও ধর্মঘট প্রত্যাহার করে নেন।
|
জেলার ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার রক্তদান শিবির ও আলোচনাসভার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। রবিবার তমলুকের জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে রক্তদান শিবিরের উদ্বোধন করেন সভাধিপতি গান্ধী হাজরা।
|
সাঁকরাইল অনিল বিশ্বাস কলেজে এনএসএসের শীতকালীন শিবির চলছে। সাত দিনের এই শিবির শুরু হয়েছে ২৭ ডিসেম্বর। বিজ্ঞান ও স্বাস্থ্য সম্বন্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি হাসপাতাল সাফাই, রাস্তা সাফাই-সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
|
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ এবং দুঃস্থ মহিলাদের শাড়ি দিয়ে সাহায্য করল তৃণমূল। রবিবার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে রোগীদের মধ্যে ওই ফল বিতরণ করা হয় বলে জানান। তৃণমূল নেতা আজিজুর রহমান। |