উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) রায়গঞ্জ ডিভিশনের ৮৬ জন চুক্তি ভিত্তিক ঠিকাকর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। শনিবার দুপুরে নিগমের ম্যানেজিং ডিরেক্টর রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজারের কাছে ওই নির্দেশ পাঠিয়েছেন। রায়গঞ্জ ডিভিশনের তরফে এদিনই ওই ঠিকাকর্মীদের রবিবার থেকে কাজে যোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, ওই ৮৬ জন কর্মী এক ঠিকাদারের অধীনে গত ১৫ বছরের বেশি সময় ধরে রায়গঞ্জ ডিভিশনের অন্তর্গত রায়গঞ্জ, ইসলামপুর, চাঁচল, বালুরঘাট ও মালদহ ডিপোর মেকানিক, ওয়ার্কশপ সহ বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। নিগমের রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “নিগম কর্তৃপক্ষ ঠিকাকর্মীদের বরখাস্ত করার নির্দেশ পাঠিয়েছেন। তাই এক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। ঠিকাকর্মীদের দাবি ও আন্দোলনের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।” সিটু নিয়ন্ত্রিত এনবিএসটিসি ঠিকা শ্রমিক সংগঠনের আহ্বায়ক পরিতোষ দেবনাথ বলেন, “ওই ঠিকাকর্মীরা বেশিরভাগই সিটুর সদস্য। অবিলম্বে নিগম কর্তৃপক্ষ ঠিকাকর্মীদের পুনর্নিয়োগের নির্দেশ না দিলে অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ ডিপো চত্বরে সরকারি বাস অবরোধ করা হবে।” নিগমের রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির উত্তর দিনাজপুর বোর্ড সদস্য তথা জেলা তৃণমূল সভাপতি অসীম ঘোষ বলেন, “বাম সরকারের নিয়োগ প্রক্রিয়ায় কিছু অসঙ্গতির জেরে ঠিকাকর্মীদের বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পেয়েছি। মানবিক স্বার্থে ভুলত্রুটি শুধরে ঠিকাকর্মীদের যাতে ফের নিয়োগ করা যায়, তা বিবেচনা করতে নিগম কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি।” |