সহায়ক মূল্যে হাটে চাষিদের কাছ থেকে ‘নগদ টাকায়’ ধান কেনার দাবিতে দক্ষিণ দিনাজপুর জুড়ে আন্দোলনের ডাক দিল কংগ্রেস। শনিবার বালুরঘাটে কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে ওই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়। সেই মতো ২ জানুয়ারি জেলার আটটি ব্লকে পথ অবরোধ করে আন্দোলন হবে।
নীলাঞ্জনবাবুর অভিযোগ, “এর আগে গত ২৪ নভেম্বর সমস্ত বিডিও অফিস এবং জেলা খাদ্য নিয়ামকের কাছে স্মারকলিপি দিয়ে সর্বত্র শিবির করে সহায়ক দামে চাষিদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছিল। প্রশাসনের তরফে আশ্বাসও দেওয়া হয়েছিল। এক মাস সময় চেয়ে সার্বিক ভাবে ধান কেনার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ দেখা যায়নি।”
জোট সরকারে থেকেও পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে চাষিদের কাছে টানতেই কংগ্রেস আন্দোলনে নামছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক বিপ্লব মিত্র বলেন, “মন্ত্রিসভার বৈঠকে চেকে ধান কেনার সিদ্ধান্ত হয়। কংগ্রেসের মন্ত্রীরাও সহমত হন। তা ছাড়া এ বার জেলায় প্রায় ৭ লক্ষ টন ধান হয়েছে। সব ধান সরকারের পক্ষে কেনা সম্ভব নয়, তা কংগ্রেস নেতৃত্বের ভাল করেই জানা। তাহলেও জেলায় রোজ প্রতিটি পঞ্চায়েত এলাকায় সরকারি ভাবে শিবির করে ধান কেনা হচ্ছে। আন্দোলনের নামে চাষিদের বিভ্রান্ত করে কোনও লাভ হবে না।” জেলা কংগ্রেসের সম্পাদক অঞ্জন চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিচ্ছিন্ন ভাবে শিবির করে ধান কেনা হলেও দু’দিন পর গ্রামপঞ্চায়েত থেকে চেক সংগ্রহ করতে হচ্ছে। তা ব্যাঙ্কে জমা দিয়ে টাকা পেতে ১৫ থেকে ২০দিন সময় লাগছে। |