চাঁচলে বিপর্যস্ত টেলি-পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
শর্ট সার্কিট থেকে এক্সচেঞ্জের সুইচ-রুমে আগুন লাগায় চাঁচল মহকুমার বিএসএনএলের টেলি-পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপযর্র্স্ত রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্র, ব্যাঙ্কের পরিষেবাও। শুক্রবার গভীর রাতে চাঁচলের পাহাড়পুরে টেলিফোন এক্সচেঞ্জের ঘটনা। অনেক যন্ত্রাংশ পুড়ে যায়। তবে আগুন লাগতেই নিরাপত্তা ঘন্টা বাজতে শুরু করে। খবর পেয়ে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাতে বড় রকমের বিপর্যয় এড়ানো গিয়েছে বলে বিএসএনএল সূত্রে জানানো হয়েছে। চাঁচলের এসডিও (টেলিফোনস্) ভাস্কর চৌধুরী বলেন, “সুইচরুম থেকে মহকুমার টেলিফোন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। ফলে পরিষেবা ব্যহত হয়েছে। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টা হচ্ছে।” কবে বিএসএনএলের ল্যান্ডলাইন, মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে দফতরের কর্তারাও অন্ধকারে। |
স্টেশনে প্রচার পুরসভার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাইরে থেকে আসা ট্রেন যাত্রীরা প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে যাতে শহরে প্রবেশ না করেন সে জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রচার চালালেন পুর কর্তৃপক্ষ। কোনও যাত্রী প্লাস্টিকের ক্যারিব্যাগে জিনিস আনছেন দেখলে তাঁদের সচেতন করা হয়। পলিব্যাগ আটকে তার বদলে কাপড়ের ব্যাগ দেওয়া হয়। এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান অনেকে। অনেকে পলিব্যাগ জমা দিয়ে কাপড়ের ব্যাগ চেয়ে নেন। পুরসভার ডেপুটি মেয়র ও পরিবেশ বিভাগের মেয়র পারিষদ রঞ্জন শীলশর্মা জানান, বাইরে থেকে শহরে আসা অনেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ সঙ্গে নিয়ে আসেন। তা বন্ধ করতেই এ দিন অভিযান চালানো হয়। |
বাড়ি ভাঙল পুরসভা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নদীর চরে অবৈধ ভাবে দু’টি নির্মীয়মান বাড়ি ভেঙে দিলেন পুর কর্তৃপক্ষ। শনিবার শিলিগুড়ি পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডে মহানন্দার চরে ওই দু’টি বাড়ি ভেঙে দেওয়া হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, নদীর চর দখল করে কেউ বা কারা অবৈধ ভাবে বাড়ি তৈরির চেষ্টা করছিল। শহিদনগরের কাছে নদীর চরে ওই দু’টি বাড়ি তাই এ দিন ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি নিজেদের জায়গার বাইরে রাস্তার অংশ কাঁটা তার দিয়ে ঘিরে রাখার অভিযোগ ওঠে সেবক রোডের একটি সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুরসভার তরফে এ দিন রাস্তার জায়গা থেকে বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। |
জয়ী আঠেরোখাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত ভলিবল লিগে শনিবার জয়ী হল আঠেরোখাই সরোজিনী সঙ্ঘ। এ দিন তারা তরুণতীর্থকে হারিয়েছে। সেই সুবাদে তারা লিগে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেল। যদিও ভলিবল লিগে অংশগ্রহণকারী দল উল্কার তরফে এ দিন আঠেরোখাইয়ের বিরুদ্ধে অবৈধ ভাবে অন্য জেলার খেলোয়াড়দের খেলানোর অভিযোগ জানানো হয়েছে। সে কারণে এখনই আঠেরোখাই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে না। |
নাম ঘোষণা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাটিগাড়ার ৫টি পঞ্চায়েতে সংগঠনের আহ্বায়কদের নাম ঘোষণা করল ব্লক কিসান খেত মজদুর কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ মোড়ের রাজীব ভবনে দার্জিলিং জেলা কিসান খেত মজদুর কংগ্রেসের চেয়ারম্যান সূর্যকুমার শীলশর্মার উপস্থিতিতে তা ঘোষণা করা হয়। মাটিগাড়া এ দিনের সভায় ব্লকের কৃষক ও খেত মজদুরদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দের যাতে ফের নিয়োগ করা যায়, তা বিবেচনা করতে নিগম কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি।” |