পেট্রোপণ্যে নিয়ন্ত্রণমুক্ত মূল্য চান মনমোহন |
নতুন বছরে ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের মতো পণ্যের দামে নিয়ন্ত্রণ তোলার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। পেট্রোলের দামে নিয়ন্ত্রণ উঠলেও এখনও ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের দাম স্থির করার অধিকার রয়েছে কেন্দ্রের হাতেই।
ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের মতো পণ্যের দামে নিয়ন্ত্রণ তোলার কথা আগেও বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কেবল বিরোধীরা নন, এই প্রস্তাবের প্রবল বিরোধী ইউপিএ সরকারের শরিক দলগুলিও।
নববর্ষের বার্তায় মনমোহন জানান, ভারতে শক্তিসম্পদের জোগান সুনিশ্চিত করা কঠিন। কারণ, দেশে শক্তিসম্পদের উৎস সীমিত। বিদেশের বাজারেও কমছে শক্তিসম্পদের জোগান। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে কয়লা, তেল বা পরমাণু- সব উৎস থেকে শক্তিসম্পদ উৎপাদনই নানা সমস্যার মুখে। সে গুলি কাটাতে হবে। দেশে শক্তিসম্পদের দাম সংক্রান্ত নীতিও বদলাতে হবে বলে মত মনমোহনের। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশে প্রচলিত দামে সামঞ্জস্য আনা ছাড়া পথ নেই।
এই পদক্ষেপ সহজে করা যাবে না বলে স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ধাপে ধাপে এই পথেই এগোতে চান তিনি। পাশাপাশি ভর্তুকির প্রশ্ন নিয়েও মুখ খুলেছেন মনমোহন। এখনও ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দামে ভর্তুকি দেয় কেন্দ্র। মনমোহনের মতে, গত তিন বছর ধরে রাজস্ব ঘাটতি বেড়েছে। তা কমাতে গেলে ভর্তুকি কমানো প্রয়োজন। প্রধানমন্ত্রীর বক্তব্য, শুধু অভ্যন্তরীণ উৎপাদনে শক্তিসম্পদের চাহিদা মেটানো যাবে না। তাই শক্তিসম্পদ উৎপাদক দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন। |