ইজরায়েল যাচ্ছেন কৃষ্ণ, চুক্তি হবে বন্দি প্রত্যর্পণে
জরায়েলের সঙ্গে আগামী মাসে বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে চলেছে ভারত। জানুয়ারির ৯ তারিখ তিন দিনের সফরে ইজরায়েল যাচ্ছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। প্রায় এক দশক পর কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পশ্চিম এশিয়ার এই দেশে যাচ্ছেন। তাঁর এই সফরে বন্দি প্রত্যর্পণ চুক্তির পাশাপাশি, সাজা হয়েছে এমন অপরাধীদের ভারতের হাতে তুলে দেওয়ার রাস্তা খুলতে আলাদা একটি চুক্তি হওয়ার কথা। ভারত-বিরোধী সন্ত্রাস, অপরাধ-চক্র (ক্রাইম সিন্ডিকেট)-এর কাজকর্ম, মাদক ব্যবসা, আন্তর্জাতিক চোরাচালান মোকাবিলার ক্ষেত্রে ভারতের বিশেষ সুবিধা হবে এই দু’টি চুক্তি হলে।
২০০৮ এর মুম্বই হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এই ক্ষেত্রে ইজরায়েলের সঙ্গে সহযোগিতা বাড়াতে বিশেষ তৎপর নর্থ ব্লক। সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সন্ত্রাস দমন, গোয়েন্দা তথ্য বিনিময় ও সংগ্রহ এই বিষয়গুলিতে ইজরায়েলের বিশেষ পারদর্শিতা রয়েছে। সেগুলিকে দীর্ঘদিন ধরেই কাজে লাগাচ্ছে ভারত। সেই সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা শুরু হবে বিদেশমন্ত্রীর এই সফরে। প্রসঙ্গত ২০১১-তেই ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ভারতে এসেছিলেন। সে সময়ও বিষয়টি নিয়ে বিস্তারিত কথা হয়েছে দু’দেশের।
এ ছাড়া আরও কিছু কারণে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক শিবির। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, গত কয়েক দশক ধরেই আরব বিশ্ব এবং প্যালেস্তাইনের প্রতি পূর্ণ সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে আসছে ভারত। তা সে ঘরোয়া রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই হোক বা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক অবস্থানের জন্য। রাষ্ট্রপুঞ্জ এবং ইউনেস্কোতে প্যালেস্তাইনের পূর্ণ সদস্যপদের বিষয়টিও সমর্থন করেছে ভারত। তবে আরব বিশ্ব বনাম ইজরায়েলের লড়াইয়ের ক্ষেত্রে প্যালেস্তাইনকে সমর্থন করলেও সমান্তরাল ভাবে ইজরায়েলের সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়িয়ে যাচ্ছে নয়াদিল্লি। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার পর ইজরায়েলই হল ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। ১৯৯২ সালে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ভারসাম্যের রাজনীতি করে আসছে নয়াদিল্লি। কৃষ্ণর আসন্ন সফরকে তারই একটি অঙ্গ হিসাবে দেখা হচ্ছে। ইজরায়েলের প্রেসিডেন্ট সাইমন পেরেস, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী লাইবারম্যানের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন বিদেশমন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.