টুকরো খবর
কংগ্রেস সদস্যের মৃত্যু ঘিরে উত্তেজনা
পথ দুর্ঘটনায় এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু ঘিরে ধলাই জেলার কমলপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দুর্ঘটনায় মৃত পঞ্চায়েত সদস্য বিপ্লব ভট্টাচার্য কমলপুরের হালহালি পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত সদস্য। গত কাল রাতে মাল বোঝাই একটি ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের অভিযোগ, ‘পরিকল্পিত ভাবে’ বিপ্লব ভট্টাচার্যকে ‘খুন’ করা হয়েছে। এই দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস আজ কমলপুর মহকুমায় ২৪ ঘণ্টা বন্ধ পালন করেছে। মহকুমার রাস্তাঘাট জনমানবশূন্য, দোকানপাট বন্ধ, গাড়িঘোড়াও চলছে না। স্বাভাবিক জনজীবন ব্যাহত। উল্লেখ্য, ২০০৯ এর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমকে হারিয়ে কংগ্রেস কমলপুরের হালহালি পঞ্চায়েতটি দখল করে। ১৫ সদস্যের পঞ্চায়েতে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল আট, বাম শিবিরের সাত। কংগ্রেসের অভিযোগ, অনেক দিন ধরেই সিপিএম এই পঞ্চায়েতটি দখল করার চেষ্টা চালাচ্ছে। কয়েক মাস আগেই পঞ্চায়েত সদস্য বিপ্লব ভট্টাচার্য একটি লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন। তারপর সুস্থ হয়ে সবে গ্রামে ফিরে আসেন। ওই ‘একই লরি’ এ বার বিপ্লববাবুকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে টিপিসিসি’র এক সদস্যের অভিযোগ। তাঁর দাবি, এলাকার ‘প্রভাবশালী’ এক সিপিএম নেতা ট্রাকটির মালিক। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বিপ্লবকে এ বার বাঁচানো সম্ভব হয়নি। বিপ্লব ভট্টাচার্যের মৃত্যুকে তাই ‘পরিকল্পিত খুন’ বলে কংগ্রেস অভিযোগ করেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ‘এটা কোনও নিছক দুর্ঘটনা নয়’।

৫০ দিন পর মুক্ত অপহৃত ব্যবসায়ী
অপহৃত হওয়ার ৫০ দিন পর মুক্তিপণের বিনিময়ে বাড়ি ফিরে এলেন রামকৃষ্ণনগর থানার কালাছড়া গ্রামের ব্যবসায়ী ত্রিদীপ দেব। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজ সকালে মেঘালয়ের আদাবস্তিতে মোটা টাকা মুক্তিপণ পাওয়ার পরই তাঁকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তবে মুক্তিপণের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশকর্তারা। মুক্তি পাওয়ার পর ত্রিদীপ টেলিফোনে বলেন, ‘লেনদেন হয়েছে শুনেছি। তবে কত দিতে হয়েছে, এখনও জানতে পারিনি।’ তাঁর কাকা ফটিকচন্দ্র দেবও মুক্তিপণের অঙ্ক জানানোর ব্যাপারে নীরব। করিমগঞ্জের পুলিশ সুপার দিগন্ত বরা বলেন, ‘‘এই অপহরণের ঘটনায় পুলিশ গোড়া থেকেই সক্রিয় ছিল। গাড়িচালক-সহ তিন জনকে গ্রেফতারের পর অপহরণকারী চক্রের সবাই চিহ্নিত হয়ে যায়। ফলে ওই ব্যবসায়ীর মুক্তির ব্যাপারে অনিশ্চয়তা কাটে।’’ ওই তিন জনই এখন বিচারবিভাগীয় হেফাজতে। পুলিশ ‘সক্রিয়’ থাকলে মুক্তিপণ লাগল কেন? এই প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে এস পি বলেন, ‘‘মেঘালয় থেকে ফিরে আসতে ত্রিদীপের রাত হবে। তাঁর সঙ্গে কথাবার্তার আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’’ ১০ নভেম্বর ত্রিদীপবাবুকে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তার পর তারা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। দরাদরির পরে তা ৫০ লক্ষে নেমে আসে।

জামুইয়ে অপহৃতদের দেহ মিলল পুকুরে
সশস্ত্র মাওবাদীরা গত বৃহস্পতিবার রাতে বিহারের জামুই জেলার কানাউডি গ্রামে হানা দিয়ে তিন গ্রামবাসীকে গুলি করে মেরেছিল। ওই রাতেই তারা বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গিয়েছিল গ্রামের আরও চার অধিবাসীকে। আজ সকালে বাঁকা জেলার বেহরার গ্রামে একটি পুকুরে মিলল অপহৃত ওই চারজনের দেহ। পুলিশ জানায়, দেহগুলি হল মনসুর আনসারি, কালু আনসারি, কাশিম আনসারি ও শাহদাত আনসারির। চারটি দেহেই গুলির ক্ষতচিহ্ন। পুলিশের অনুমান, কাছাকাছি কোথাও এদের গুলি চালিয়ে মেরে মৃতদেহগুলি জঙ্গিরা পুকুরে ফেলে দিয়ে চলে গিয়েছে। ঘটনা হল, মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে কথিত জামুই ও বাঁকা জেলায় জঙ্গি কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। মাওবাদীরা যে ভাবে স্কুলবাড়ি উড়িয়ে দিচ্ছে, সড়ক নির্মাণের কাজে বাধা দিচ্ছে তা ভাল চোখে দেখছেন না গরিবগুর্বোরাও। সম্প্রতি এই দুই জেলায় মাওবাদী দমনে মাঝেমধ্যেই অভিযান চালাচ্ছে পুলিশ। কোনও কোনও গ্রামবাসী জঙ্গিদের গতিবিধি সম্পর্কে পুলিশের কাছে খবর পৌঁছে দিচ্ছেন বলে সন্দেহ মাওবাদীদের। এই সন্দেহেই মাওবাদীরা হামলা চালাচ্ছে গ্রামবাসীদের উপরেও। পুলিশের বক্তব্য, ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই মরিয়া হয়ে এখন খুনখারাপিতে মেতেছে মাওবাদীরা। নিরীহ গ্রামবাসীরাও রেহাই পাচ্ছেন না।

বেআইনি বন্দুক কারখানার সন্ধান
ফের বেআইনি অস্ত্র কারখানার সন্ধান মিলল মুঙ্গেরে। পুলিশ জানায়, মফ্সসল থানা এলাকায় নদীর পাড় বরাবর আজ সকালে তল্লাশি চালাতে গিয়ে পাঁচটি গোপন অস্ত্র কারখানার খোঁজ মেলে। এই সব কারখানায় গোপনে দেশি বন্দুক ও পিস্তল তৈরি করা হত। পুলিশ ওই পাঁচ মিনি অস্ত্র কারখানা থেকে উদ্ধার করেছে আটটি পিস্তল, ৬৮টি ম্যাগাজিন, ৮টি ব্যারেল, ৪৬টি আধা- তৈরি ব্যারেল এবং বেশ কিছু কার্তুজ। বেইনি এই অস্ত্রের কারবারে জড়িত সন্দেহে পুলিশ মহম্মদ গুলাম, মহম্মদ এহসান, ফিরোজ ও বদরুদ্দিন নামে চারজনকে গ্রেফতার করেছে।

স্বর্ণমন্দিরে যাবেন প্রধানমন্ত্রী
তাঁর সরকার যখন নানা রকম বাধা-বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন স্বর্ণমন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে নতুন বছর শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শনিবার সন্ধ্যাতেই তিনি সস্ত্রীক অমৃতসরে এসে পৌঁছন। নতুন বছরের ভোরে স্বর্ণমন্দিরে প্রার্থনা জানাবেন প্রধানমন্ত্রী। সরকারি তরফে প্রধানমন্ত্রীর স্বর্ণমন্দির যাত্রাকে ‘ব্যক্তিগত’ সফর হিসেবে বর্ণনা করা হয়েছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাতে সার্কিট হাউসে থাকবেন। তাঁর জন্য অমৃতসর তো বটেই, সংলগ্ন কয়েকটি জেলার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) অফিসারদেরও। অমৃতসরের ডেপুটি কমিশনার রজত আগরওয়াল জানিয়েছেন, রবিবার বিকেলেই দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

হাসপাতালে ভর্তি হবেন অণ্ণা
শ্বাসকষ্টে ভুগছেন অণ্ণা হজারে। আগামী কালই অণ্ণা পুণে হাসপাতালে ভর্তি হবেন বলে জানান তাঁর চিকিৎসক কান্তিলাল সানচেটি। অসুস্থতার জন্য বাতিল হয়েছে টিম অণ্ণার কোর কমিটির বৈঠক। ২ ও ৩ জানুয়ারি রালেগণ সিদ্ধিতে বৈঠক হওয়ার কথা ছিল। অণ্ণার সহযোগী সুরেশ পাথারে জানিয়েছেন, “বৈঠকের পরিবর্তিত দিন চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করা হবে।” অণ্ণার গ্রামের বাড়িতে ওই বৈঠকে ‘দুর্নীতি-দমন’ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারিত হওয়ার কথা। প্রসঙ্গত ২৮ ডিসেম্বর মুম্বইয়ের অনশন প্রত্যাহার করার পর দিনই গ্রামের বাড়িতে ফিরে অণ্ণা। তবে তিনি হুঁশিয়ারি দেন, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচনে তিনি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাবেন।

অপহৃত সাত নির্মাণকর্মী ফিরে এলেন
একটি নির্মাণ সংস্থার এক পদস্থ আধিকারিক ছাড়া অপহৃত বাকি সাত জনই আজ ফিরে এসেছেন। পুলিশ জানায়, গত কাল সকাল সওয়া ন’টা নাগাদ রাঁচির পিটোরিয়া থানা এলাকায় কাঁকে রোড থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। নির্মাণ সংস্থার সাত কর্মী ছাড়া পেলেও সংস্থার ম্যানেজার বিষ্ণুভাই পটেলকে এখনও মুক্তি দেয়নি অপহরণকারীরা। পুলিশ জানায়, কাল রাত ন’টা নাগাদ চাতড়া জঙ্গলের কাছে নির্মাণ সংস্থার সাত কর্মীকে মুক্তি দেয় অপহরণকারীরা। মুক্তি পেয়ে বেশ খানিকটা পথ হেঁটে কাছাকাছি কোনও স্টেশন থেকে ট্রেনে তাঁরা রাঁচি পৌঁছন। অপহরণ কাণ্ডের তদন্তে নেমে পুলিশ প্রায় নিশ্চিত এই ঘটনার পিছনে কোনও উগ্রপন্থী সংগঠনের হাত নেই। প্রশাসন সূত্রের খবর, নির্মাণ সংস্থার কর্মীরা অপহৃত হওয়ার জেরে কাল থেকে রাঁচি-পাতরাতু সংযোগকারী প্রায় ৫০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা তৈরির কাজ করছিল ওই নির্মাণ সংস্থা।

ভাঁওয়ারি কাণ্ডে ধৃত আরও এক
ধরা পড়লেন ভাঁওয়ারি দেবী কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিষ্ণ রাম বিষ্ণোইয়ের ভাই ওম প্রকাশ বিষ্ণোই। এই মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই ফেরার ছিলেন ওম প্রকাশ। তাঁর মাথার দাম হিসেবে পাঁচ লক্ষ টাকার পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছিল। শুক্রবার রাতে একটি ট্রাকে চেপে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। ভাঁওয়ারি দেবী কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শাহি রাম জেরার মুখে জানিয়েছিলেন, সোহনলাল এবং শাহবুদ্দিনের কাছ থেকে ভাঁওয়ারি দেবীকে নিয়ে গিয়েছিলেন বিষ্ণ রাম। কাজেই ভাঁওয়ারি দেবীর বিষয়ে ওম প্রকাশের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছে রাজস্থান পুলিশ।

রাঁচিতে লুঠ হওয়া টাকার একাংশ উদ্ধার
রাঁচি শহর থেকে একটি সংস্থার ক্যাশভ্যান লুঠ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ধানবাদ থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা। ওই ক্যাশভ্যানের চালক মহম্মদ আখতারকে গ্রেফতার করে লুঠের মূল চক্রীরও খোঁজ মিলেছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ওই ক্যাশভ্যানে ৭০ থেকে ৭৫ লক্ষেরও বেশি টাকা ছিল। বাকি টাকার হদিশ এখনও মেলেনি। ধানবাদ পুলিশের ডিএসপি সঞ্জয় রঞ্জন আজ জানান, ধানবাদের পুটকি এলাকায় কাল রাতে দুষ্কৃতী দলের পাণ্ডা সুনীল ঠাকুরের বাড়ি থেকে ক্যাশভ্যানের ব্যাগ-সহ ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সুনীলের খোঁজ না পেলেও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ভাই অনিলকে আটক করা হয়েছে।

কুয়াশায় ব্যাহত বিমান ওঠানামা
প্রচণ্ড কুয়াশার জেরে উড়ান চলাচল ব্যাহত ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সকালে প্রায় ২৫টি উড়ান দেরি করে ছাড়ে। ভোরের দিকে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। কুয়াশায় ১০০ মিটার দূরের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছিল না। ফলে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে সকাল ছ’টার পর পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই ফের উড়ান চলাচল শুরু হয়। দিল্লিতে এই মরসুমে সব চেয়ে বেশি কুয়াশা পড়েছিল গত কাল। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় ৪০০টি উড়ান চলাচল ব্যাহত হয়। বাতিল হয়ে যায় ৪১টি উড়ান। দেরি করে ছাড়ে ৩২২টি বিমান। প্রায় ৩০টি উড়ানের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়।

ভাইয়ের হাতে খুন
পারিবারিক অশান্তির জেরে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে গত পরশু রাতে পশ্চিম ত্রিপুরার লক্ষ্মণঢেপার মধ্যপাড়া অঞ্চলে। দুই ভাই, কিশোর দেবনাথ (২৬) ও বিশ্বজিৎ দেবনাথের (২৮) মধ্যে পারিবারিক কারণে বাদানুবাদ চলছিল বহু দিন ধরেই। ঘটনার দিন সকাল থেকেই নতুন করে অশান্তি শুরু হয়। রাত্রে উত্তেজিত হয়ে ছোট ভাই কিশোর ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই বিশ্বজিৎকে আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ কিশোর দেবনাথকে গ্রেফতার করেছে।

ফের ৪ মন্ত্রীকে সরালেন মায়া
আরও চার মন্ত্রীকে সরিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। তাঁর দাবি, এই মন্ত্রীরা মানুষের সমস্যাকে উপেক্ষা করেছিলেন। সম্প্রতি দুর্নীতিতে অভিযুক্ত আরও চার মন্ত্রীকে সরিয়েছিলেন মায়াবতী। বিরোধী বিজেপি-র দাবি, আগামী বিধানসভা ভোটে মায়াবতী হারবেন। ভয় পেয়ে এখন মন্ত্রীদের সরিয়ে বাঁচার শেষ চেষ্টা করছেন তিনি।

অসমে নতুন ডিজি
অসম পুলিশের নতুন ডিজি হলেন জয়ন্তনারায়ণ চৌধুরী। বর্তমান ডিজি শঙ্কর বরুয়া শনিবার অবসর নিলেন। ১৯৭৮ সালের আইপিএস জয়ন্তবাবু এডিজি (আইবি) পদের দায়িত্বে ছিলেন।

রানি জেঠমলানী প্রয়াত
মারা গেলেন রানি জেঠমলানী। তাঁর বয়স হয়েছিল ৫০। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রাম জেঠমলানীর মেয়ে রানি নিজেও পেশায় ছিলেন আইনজীবী। শনিবার সকালে নিজের বাড়িতেই মারা যান রানি।

খাদানে আগুন
রাতের অন্ধকারে সাতটি পাথর খাদান ও ক্রাশারের অফিস পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুমকার শিকারিপাড়ার বারমেসিয়ায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.