এ বারের মতো শীতল বড়দিন গত পাঁচ বছরে পায়নি কলকাতা!
এ বারের মতো উষ্ণ বর্ষশেষও গত পাঁচ বছরে পায়নি কলকাতা!
শহরবাসীকে এমনই ‘গুগলি’ উপহার দিল প্রকৃতি। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা পড়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বড়দিনের আগে বায়ুপ্রবাহে বদলের ফলে ঠান্ডা কিছুটা কমলেও গত পাঁচ বছরে তুলনায় তা ছিল সবচেয়ে কম। কিন্তু তার পর দিনই আবহাওয়া দফতর জানিয়ে দেয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
পরে যা পরিণত হয়, ঘূর্ণিঝড়ে (আবহবিদেরা নাম দেন ‘থানে’)। আবহবিদেরা জানান, সেই গভীর নিম্নচাপই শীতের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায়। আর ‘থানে’র
ভ্রূকুটি কাটতে না কাটতেই ফের শীতকে ‘বাউন্সার’ দিল বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। আবহবিদেরা জানাচ্ছেন, এই জোড়া ফলার আক্রমণ এতটাই জোরালো, যে বড়দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস বেড়ে শনিবার দাঁড়াল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। |
উৎসবের আকাশ। বর্ষশেষের বিকেলে ধর্মতলায়। ছবি: বিশ্বনাথ বণিক |
হাওয়া অফিস জানাচ্ছে, নববর্ষের প্রথম কয়েক দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও।
কেন এই ভোলবদল? আবহবিদেরা বলছেন, উত্তর ভারত দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ক্রমশ তা সরে আসছে পূর্ব ভারতের দিকে। তার ফলেই বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। আর তাই সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে পরিমণ্ডলে। পশ্চিমী ঝঞ্ঝা যত বেশি পূর্ব ভারতের দিকে এগোবে, ততই আকাশে মেঘ ঢুকবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ শনিবার বলেন, “আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহেও।” হাওয়া অফিসের খবর, আজ, নববর্ষের দিন কলকাতার আকাশ মুখ ভার করে থাকবে। বিশেষ প্রয়োজন পড়বে না গরম জামা-কাপড়েরও। |
সান্তাকে পাশে নিয়েই ফ্রেমবন্দি বর্ষবরণের আনন্দ। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
নতুন বছরেও শীত কি ফিরবে না? আবহবিদেরা তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। তবে, তাঁরা জানিয়েছেন, এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, কাশ্মীরের কাছে অপেক্ষা করছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। সেটি পূর্ব ভারতের দিকে এলে ফের বঙ্গোপসাগরে নতুন উচ্চচাপ বলয় সৃষ্টি হতে পারে।
|
|
পাঁচ বছরের
ঠান্ডা-গরম |
|
বছর |
বড়দিন |
বর্ষশেষ |
২০১১ |
১১.৯ |
১৭.৫ |
২০১০ |
১৩.১ |
১৩.৬ |
২০০৯ |
১২.৪ |
১৩.৪ |
২০০৮ |
১২.৯ |
১৫.১ |
২০০৭ |
১৪.৩ |
১১.৭ |
(তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে) |
|