বিশেষ স্টেন্টে অস্ত্রোপচার, পিজিতে প্রাণরক্ষা রোগীর
অ্যাঞ্জিওপ্লাস্টিতে বিশেষ ধরনের স্টেন্ট ব্যবহার করে সুফল মিলল এসএসকেএম হাসপাতালে। হৃদরোগে গুরুতর অসুস্থ এক রোগীকে বিশেষ ওই অস্ত্রোপচারে সুস্থ করে তুললেন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা।
ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্সেস-এর ডিরেক্টর অরূপ দাস বিশ্বাসের দাবি, “রাজ্যের কোনও সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই স্টেন্ট ব্যবহার করে অ্যাঞ্জিওপ্লাস্টি এটাই প্রথম।” সম্প্রতি বাগনানের বাসিন্দা দেবীপ্রসাদ মিশ্র হৃদরোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি হন। গত বুধবার ওই স্টেন্ট ব্যবহার করে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।
অরূপবাবু জানান, ধমনীতে রক্তের ডেলা (ক্লট) জমলে ভয়ঙ্কর বিপদ। চিকিৎসার পরিভাষায় তাকে বলা হয় থ্রমবোলিসিস। এ রকম ক্ষেত্রে কখনও কখনও রোগীর মৃত্যুও হতে পারে। পেসমেকার বসিয়ে, অ্যাঞ্জিওপ্লাস্টি করে সামাল দেওয়া হয় পরিস্থিতির। বিশেষ ধরনের এই স্টেন্ট (এম গার্ড) তারের জালের মতো। তা রক্তের ডেলাকে আটকে রাখে। যাতে রক্ত চলাচলে বাধার সৃষ্টি না হয়। অরূপবাবুর নেতৃত্বে ওই দলে ছিলেন সরোজ মণ্ডল, মনোজিৎ লোধা এবং অরিন্দম মৈত্র।
সরোজবাবু বলেন, “এই স্টেন্টের সাহায্যে কম সময়ে রোগীর রক্ত চলাচল স্বাভাবিক করা যায়। খরচও অনেক কম।” অরূপবাবু আরও জানিয়েছেন, এই অস্ত্রোপচারে এসএসকেএমে খরচ ৭০ হাজার টাকা। অন্য রাজ্যে যা প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এনআরএসের কার্ডিওলজি বিভাগের প্রধান শিবানন্দ দত্ত বলেন, “আমরা এখনও ওই স্টেন্ট ব্যবহার করিনি।” রোগীর আত্মীয়, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, “এত কম খরচে, কম সময়ে এই অস্ত্রোপচার সব হাসপাতালে হলে বাংলার মানুষ উপকৃত হবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.