নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে কেন্দ্রের টাকা আদায়ে পূর্বতন বাম সরকার কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। শুক্রবার তিনি জানান, নির্মাণ শ্রমিকদের কল্যাণ প্রকল্পের জন্য যে-সেস আদায় করা হয়, সেই খাতে ৩০০ কোটিরও বেশি টাকা জমা থাকলেও বাম সরকার তা ঠিকমতো খরচ করতে পারেনি। উল্টে বিধানসভার নির্বাচনের আগে তারা ওই প্রকল্প নিয়ে ‘রাজনীতি করতে’ পাঁচ লক্ষ বই ছাপিয়ে বিলি করেছিল। কিন্তু সেই বই ছাপানোর খরচ মিটিয়ে যায়নি। তার পুরো দায় এসে পড়েছে নতুন সরকারের উপরে।
শ্রমমন্ত্রীর অভিযোগ, বাম সরকারের ব্যর্থতার জন্য অংসগঠিত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, নির্মাণ, বেসরকারি পরিবহণ ও বিড়ি শ্রমিকদের বিভিন্ন প্রকল্পে যত নাম নথিভুক্ত হয়েছে, তার তুলনায় আর্থিক সুবিধাপ্রাপ্তের সংখ্যা অতি নগণ্য। এই সব প্রকল্পে কেন্দ্রের প্রদেয় টাকা আদায়ে নতুন সরকার উদ্যোগী হবে বলে জানান পূর্ণেন্দুবাবু। সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে অসংগঠিত শ্রমিকদের সচেতনতা বাড়াতে এবং আগের জমানার ‘শৈথিল্য’ কাটাতে ১ থেকে ১৪ জানুয়ারি রাজ্যে ‘সামাজিক সুরক্ষা পক্ষ’ পালন করবে শ্রম দফতর।
বাম আমলের শ্রমমন্ত্রী অনাদি সাহু বলেন, “শ্রমিকেরা পেনশন পাবেন ৬০ বছর বয়স হলে। চিকিৎসা ও অন্য সুযোগ পাবেন নথি-সহ আবেদন করলে। আবেদন না-পেলে টাকা দেওয়া সম্ভব নয়।” তাঁর অভিযোগ, অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র কোনও সুরক্ষা প্রকল্প তৈরি করেনি। “তা হলে কেন্দ্রের কাছে কোন খাতে টাকা চাইতাম,” প্রশ্ন, অনাদিবাবুর। |