নাটক সমালোচনা ২...
বিশ্বজয়ের সেই অধ্যায়
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপনীত। তাঁকে স্মরণ করেই নট, নাট্যকার ও পরিচালক সমীর মজুমদার মঞ্চস্থ করলেন ‘ভারতের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ’। সম্প্রতি স্টার থিয়েটারে এই নাটকের অভিনয় দর্শককে শুরু থেকেই অভিভূত করেছে। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে তিনি নাট্য পরিচালনায় তাঁর গুরুদায়িত্বের পরিচয় দিয়েছেন। অধ্যয়নের মোড়কে নাটকটি থাকলেও নাট্যরসিকদের মননে কোনও ব্যাঘাত ঘটাননি। এখানেই তিনি সফল। শিশু, কিশোর ও যুবক বয়স অর্থাৎ বিলে থেকে নরেন্দ্রনাথ পর্বটিকে রাখা হয়েছে প্রচলিত জীবনালেখ্য মেনেই। এর পর শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে তাঁর মহাউত্তরণের ক্লাইম্যাক্সটিকে ধরা হয়েছে নিখুঁত ভাবে। অবধারিত ভাবে এসেছে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ের শিকাগো অধ্যায়। পরবর্তী কালে স্বদেশের কল্যাণে আত্মনিবেদন ও পরিশেষে মহাসমাধি প্রতিটি পর্যায় স্পর্শ করে গেছে এই নাটক। অভিনেতাদের মধ্যে রামকৃষ্ণরূপী প্রেমাঙ্কুর চক্রবর্তীর অভিনয় প্রাণবন্ত হয়ে উঠেছিল। ব্রহ্মচারী সত্যানন্দবেশী মুরারী মুখোপাধ্যায়ের অভিনয় সাবলীল। এর পর বলতে হয় নবাগত দীপ ভট্টাচার্যের কথা।
তিনি নরেন্দ্রনাথ ও বিবেকানন্দ বিশেষত নরেন্দ্রনাথের ভূমিকায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি গিরিশচন্দ্র ও অন্যান্য চরিত্রগুলো সফল। এ নাটকের একটা বড় প্রাপ্তি মেয়েদের অভিনয়। মঞ্চ পরিকল্পনায় অভিনবত্ব আছে। প্রাচীন গ্রিক বা সংস্কৃত নাটকের আদলে এখানেও প্রসেনিয়ামের দু’ধারে রাখা হয়েছিল দু’জন সূত্রধর। ঘটনার গতিপ্রকৃতিতে তাঁরাই অবহিত করিয়েছেন আগত দর্শকদের। এমন একটি নিবেদনে গুরুত্বপূর্ণ দিকটি হল সঙ্গীত। পরিচালক কালীদাস নন্দীর সঙ্গীত জগতের অর্ধ শতাব্দীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এই নাটকের সঙ্গীত ও আবহ। বিবেকানন্দের ‘মন চল নিজ নিকেতনে’ ও গিরিশচন্দ্রের ব্রহ্মচরিতের ‘জুড়াইতে চাই কোথা জুড়াই’ এবং ‘আমার মা ত্বং হি তারা’ গানগুলি নাটকের সঙ্গে পরিপূরক হয়েছে। তবে শেষাংশের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে লঘু নৃত্য পরিবেশনা নাটক দেখার মগ্নতাকে বিঘ্নিত করেছে। নাটকটি প্রযোজনা করেছেন সুজাতা বিশ্বাস। নেপথ্য কণ্ঠে ছিলেন শিবাজী চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, সুপ্রতীক দাস। নেপথ্য ভাষণে দেবাশিস বসু, নৃত্য পরিকল্পনায় কবীর সেন বরাট।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.