টুকরো খবর
আড়াই ঘণ্টা রুদ্ধ জাতীয় সড়ক
মেলার অনুমতির দাবিতে শনিবার প্রায় আড়াই ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নাকাশিপাড়ার গাছা বাজারে দুপুর ১২টা থেকে অবরোধ করেন কালাবাগা ও দোগাছিয়া গ্রামের বাসিন্দারা। পরে প্রশাসনের কর্তাব্যক্তিরা গিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ১৯ বছর ধরে চলে আসছে শীতকালীন কৃষিমেলা। কিন্তু বহু বছরের মেলার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হলে কৃষ্ণনগর সদর মহকুমাশাসক মেলা প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করেন। তারই প্রতিবাদে এ দিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মেলাটি ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল।

‘প্রেমিকা’কে খুনে ধৃত যুবকের মৃত্যু
লালগোলার দ্বাদশ শ্রেণির ছাত্রী দামিনী দত্ত ওরফে পলি (১৭)-কে খুনের ঘটনায় অভিযু্ক্ত যুবক তাপস সরকারও (২৩) অবশেষে মারা গেলেন। বৃহস্পতিবার গভীর রাতে বহরমপুরে নিউ জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, গনপ্রহারে নাকি, দামিনীকে খুন করার পর আত্মঘাতী হতে সে তার নিজের হাতে শিরা কেটে ফেলে ও কীটনাশক খায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ফলে কি ভাবে তাপসের মৃত্যু হয়েছে জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বৃহস্পতিবার বিকালে দামিনীকে লালগোলার জেল ময়দানপাড়ায় ধারাল অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়। তার পরই জনতা তাপসকে ধরে ফেলে বেদম মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। মৃত তাপসের বাড়ি জিয়াগঞ্জ থানার পদমপুরে। বছর তিনেক আগে তাপসের সঙ্গে দামিনীর পরিচয় হয়।

মুর্শিদাবাদ জুড়ে কৃষকসভার অবরোধ
সিপিএমের কৃষক সভার কর্মী সমর্থকেরা শুক্রবার জেলার ২৬টি ব্লকে রাস্তা অবরোধ করে। তাঁদের দাবি, প্রতিটি কৃষক পরিবারকে একশো দিনের কাজ দিতে হবে। সেই সঙ্গে ফসলের ন্যায্য দাম এবং সারের কালোবাজারি বন্ধ করার দাবিও জানায় তারা। কৃষকসভার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রাণবন্ধু মাল বলেন, “সরকারি ভাবে ধান কেনার ব্যবস্থা নড়বড়ে। ফলে কম দামেই কৃষকেরা খোলা বাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই সমস্যা থেকে বাঁচাতে পারে একশো দিনের কাজ। কোথাও ১৫-২০ দিনের বেশি কাজ মিলছে না। এই ব্যবস্থা মেনে নেওয়া হবে না।” কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি মুক্তিপ্রসাদ ধর বলেন, “ধান ও সার নিয়ে কংগ্রেস অনেক আগেই আন্দোলনে নেমেছে। তবে বাম আমলেও মজুরেরা ১৫-২০ দিনের বেশি কাজ পাননি।”

আটক গ্যাস সিলিন্ডার
একটি দোকানে হানা দিয়ে শুক্রবার ১১টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট শাখা ও ইন্ডিয়ান অয়েলের অফিসারেরা। রানাঘাটের ওই দোকানের মালিক কালীপদ মণ্ডল পলাতক। এই ঘটনায় রিজাবুল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। একটি গাড়িও আটক করা হয়েছে। ওই দোকান থেকে গ্যাস রিফিলিংয়ের সরঞ্জামও আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান অয়েলের কল্যাণীর ডেপুটি ম্যানেজার (এলপিজি) সেল অমরনাথ মুখোপাধ্যায়।

পাট্টা বিলি রানাঘাটে
হরিণঘাটা পঞ্চায়েত সমিতির তরফে শুক্রবার স্থানীয় ৩৩টি পরিবারকে পর্চা-সহ পাট্টা বিলি করা হয়। ১৫ জন প্রতিবন্ধীকে শংসাপত্র দেওয়ার পাশাপাশি এ দিনের অনুষ্ঠানে তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের শংসাপত্র বিলি করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নীলিমা নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি মালিতা পুতুল হক, হরিণঘাটার যুগ্ম বিডিও মৈত্রেয়ী ভৌমিক-সহ বিশিষ্টেরা।

অস্ত্র-সহ যুবক ধৃত
অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চাকদহের পাঁচপোতা থেকে বিশা মণ্ডল নামে ওই যুবককে একটি দেশি পাইপগান-সহ ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্য দিকে, শুক্রবার ভোরে ক্যানিং রেলগেট-সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

যুবকের দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রানাঘাটের হাবিবপুরে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির দেহটি মেলে। রানাঘাট মহকুমা হাসপাতালে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.