টুকরো খবর
শ্রীরামকৃষ্ণের ১৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১৯-২১ জানুয়ারি এক আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ‘শ্রীরামকৃষ্ণের আদর্শ ও বর্তমান সময়’ এই বিষয়ে আলোচনায় মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের অধ্যাপক, গবেষক ও পড়ুয়ারা অংশগ্রহণ করবেন বলে জানান বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ। অধ্যক্ষ জানান, বেলুড় বিদ্যামন্দির প্রাঙ্গণেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। বেলুড় মঠের তরফে স্বামী বিমলাত্মানন্দ জানান, শ্রীরামকৃষ্ণের জন্মজয়ন্তী উপলক্ষে বেলুড় মঠ-সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্রগুলিতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বেলুড় মঠে চার দিন ধরে চলবে অনুষ্ঠান।

রবীন্দ্রনাথের জীবন নিয়ে তথ্যচিত্র। পরিচালক মুজিবর রহমান। তরুণ এই পরিচালকের
এই প্রথম ছবিটি সম্প্রতি দেখানো হল নন্দনে। আয়োজন করেছিল ‘সিনে সেন্ট্রাল, কলকাতা’।

ছবি: দীক্ষা ভুঁইয়া
বড়দিন উপলক্ষে কেওড়াপুকুর সেন্ট পলস্ চার্চের ৪৮তম খ্রিস্টীয় আনন্দমেলার উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন ব্যারাকপুর ডায়াশেসনস-এর প্রাক্তন ধর্মযাজক দিনেশ গড়াই, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমতিয়াজ আলি, কমিশনের সম্পাদক ইন্দিরা বিশ্বাস, কলকাতা পুরসভার ১২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চক্রবর্তী, ১৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর, অভিনেতা জর্জ বেকার, অভিনেত্রী অর্পিতা বেকার প্রমুখ। ক্যারল এবং প্রার্থনার মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার সব চেয়ে পুরনো এই মেলায় এ বছরও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

যামিনী রায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন-অনুষ্ঠান। রয়েছেন ডান দিক থেকে প্রাক্তন বিচারপতি
শ্যামলকুমার সেন, সুব্রত গঙ্গোপাধ্যায়, বিমল কুণ্ডু, মেয়র পারিষদ শশী পাঁজা, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, স্থানীয়
কাউন্সিলর পার্থ মিত্র প্রমুখ। সুতানুটি বইমেলা কমিটির উদ্যোগে সম্প্রতি রাজবল্লভপাড়ায়। ছবি: শুভাশিস ভট্টাচার্য

উত্তর কলকাতার যতীন মৈত্র পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষে তাঁর পরিবেশ ভাবনায় একটি স্থায়ী থিমপার্কের
উদ্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার
এবং মেয়র পারিষদ (শিক্ষা) শশী পাঁজা। স্থপতি অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় পুরসভার
উদ্যান বিভাগ এই প্রকল্পটি গড়ে তুলেছে। ছবি: সুদীপ আচার্য




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.