অস্ট্রেলিয়া থেকে এ বারও ভারতের সিরিজ জেতা হবে না বলে ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাওস্কর। গত ৬৪ বছরে কোনও দিনই অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। মেলবোর্ন টেস্টে হারের পর গাওস্কর একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে বলেছেন, “এ বারও ভারতের পক্ষে সিরিজ জেতা কঠিন হবে। আমি ভুল প্রমাণিত হলে অবশ্যই খুব খুশি হব, কিন্তু সেটা হবে বলে মনে হচ্ছে না।”
গাওস্কর মনে করিয়ে দিচ্ছেন, নামী-দামি ব্যাটিং লাইন আপ নিয়েও ভারত মেলবোর্নে কোনও ইনিংসেই ৩০০ পেরোতে পারেনি। অথচ পিচ মোটেই খারাপ ছিল না, বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও সহজ ছিল। “ইংল্যান্ডেও লম্বা সিরিজে একবার মাত্র ভারত ৩০০ পেরিয়েছিল। অথচ আমাদের ব্যাটসম্যানদের টেস্টে তিরিশ থেকে চল্লিশ হাজার রান আছে। কোনও সন্দেহ নেই, বিপদঘন্টি খুব জোরে বাজছে।” বিদেশে টেস্ট সিরিজে অধিনায়ক ধোনির ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। গাওস্কর কিন্তু অধিনায়কের পক্ষে দাঁড়াচ্ছেন, “অধিনায়কের সাহায্য দরকার হয় কারণ সে সব সময় চাপে থাকে। সহ-অধিনায়কের তাকে সাহায্য করা উচিত। সেই সাহায্য ধোনি পাচ্ছে বলে মনে হয় না। আমার মনে হয় ভারতীয় দলে সবাই নিজের মতো করে আছে। ধোনির অন্যদের সঙ্গে আরও বেশি কথা বলা দরকার।” গাওস্কর পরিষ্কার করে দেন, ক্রমাগত ব্যাটিং বিপর্যয়ই বিদেশে এত খারাপ ফলের জন্য দায়ী। “ভারতীয় ব্যাটিং মোটেই প্রত্যাশার কাছাকাছি পৌঁছয়নি। কেন বারবার বিদেশে এমন হচ্ছে সেটা ভাবা দরকার।”
অন্য দিকে, এ দিনই ডিআরএস পদ্ধতি ব্যবহার করা থেকে ভারতের বিরত থাকা নিয়ে সমালোচনায় মুখর হলেন ক্রিকেট অস্ট্রেলিয়া-র চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড। তাঁর কড়া মন্তব্য, “ভারতীয় বোর্ড কিছুতেই ডিআরএস মানতে চায় না। মনে হচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানরা মাঠের আম্পায়ারদের বেশ কিছু ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তের শিকার হলে তবেই ওরা ব্যাপারটা মানবে।” |