টুকরো খবর |
ধান কেনার দাবি, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মোহনপুরে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের। ছবি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে এ বার পথ অবরোধ হল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-১ ব্লকের মোহনপুরে। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএমের কৃষক সংগঠন ‘সারা ভারত কৃষকসভা’। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে সমস্যায় পড়েন পথে বেরোনো মানুষ। একের পর এক লরি, বাস সড়কের দু’ধারে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে। অভাবী বিক্রি রুখতে প্রতি বছরই কৃষকদের কাছ থেকে সহায়ক-মূল্যে ধান কেনে রাজ্য সরকার। এ বারও সেই ধান কেনা শুরু হয়েছে। কিন্তু, তার গতি অত্যন্ত শ্লথ। দামও যথেষ্ট নয় বলে অভিযোগ। তাই, অভাবী বিক্রিও বন্ধ হচ্ছে না। এ জন্য বিভিন্ন কৃষক সংগঠনই দুষছে রাজ্য সরকারকে। পশ্চিম মেদিনীপুরে এ বার ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হয়েছে ১৮০ হাজার মেট্রিক টন। কিন্তু, এখনও পর্যন্ত সামান্যই কেনা হয়েছে। ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে শুক্রবার মোহনপুরে জাতীয় সড়ক অবরোধ করে কৃষকসভা। রাস্তায় ধান ফেলে, ধান পুড়িয়ে চলে বিক্ষোভ। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ দিন ঝাড়গ্রামের জামবনিচক-সহ জেলার বিভিন্ন এলাকাতেই পথ অবরোধ হয়।
|
৩৫ লক্ষ টাকার বই বিক্রি মেলায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় প্রায় ৩৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলে জানালেন মেলা কমিটির কর্তৃপক্ষ। জেলা সবলা মেলাতেও প্রায় ১১ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। এর ফলে, মেলায় যোগ দেওয়া স্ব-সহায়ক দলগুলি আরও উৎসাহিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। গত ২৩ ডিসেম্বর থেকে খড়্গপুর শহরের রেলওয়ে ট্রাফিক ময়দানে শুরু হয়েছিল দশম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। একই ময়দানে ২৪ ডিসেম্বর থেকে শুরু হয় সবলা মেলা। দু’টি মেলাকে কেন্দ্র করে রেলশহরে দারুণ উদ্দীপনা তৈরি হয়। এ ক’দিন মেলা প্রাঙ্গণে ভিড়ও হয় ভালই। বৃহস্পতিবার রাতে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ, মহকুমাশাসক সুদত্ত চৌধুরী প্রমুখ।
|
ছিনতাই ৯ লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
দুপুরবেলা প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল খড়্গপুরের কলাইকুণ্ডা রেল সেতুর কাছে। শুক্রবার দুপুরে স্থানীয় একটি পোলট্রি র্ফাম থেকে দু’জন কর্মী ৯ লক্ষ টাকা নিয়ে নিমপুরা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় দু’টো মোটর সাইকেলে চেপে পাঁচ দুষ্কৃতী ওই দু’জনের বাইক আটকায়। কপালে বন্দুক ঠেকিয়ে টাকা ভর্তি স্যুটকেশ নিয়ে পালায় তারা। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
|
পুলিশের বিরুদ্ধে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • গড়বেতা |
পুলিশের বিরুদ্ধে বাড়ি তছনছের অভিযোগ জানালেন গড়বেতার আগ্রা পঞ্চায়েতের কর্মী হীরালাল পাত্র। তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে অভিযুক্ত হীরালালকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাতে গিলাবনির বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, হীরালালকে না পেয়ে বাড়ি তছনছ করে তারা। প্রতিবাদে শুক্রবার ব্লক অফিসে বিক্ষোভ দেখান তাঁর সহকর্মীরা। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
|
|