ট্রাকের ধাক্কায় তরুণের মৃত্যু, প্রহারে মৃত চালক |
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
বর্ধমানের হিরাপুরের পরে হুগলির সিঙ্গুর। ফের ট্রাকের ধাক্কায় এক জনের মৃত্যুর প্রতিবাদে আইন হাতে তুলে নিল জনতা। পিটিয়ে মারা হল ট্রাক-চালককে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে সিঙ্গুরের কামারকুণ্ডুতে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৈকালার বেলেচুয়া গ্রামের বাসিন্দা দেবজিৎ হেমব্রম (১৭) দিন কয়েক আগে কামারকুণ্ডুর ভোলা গ্রামে পিসির বাড়িতে আসে। কাছের মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই রাস্তা ধরে দেবজিৎ হেঁটে ফিরছিল। তখনই পিছন থেকে তারকেশ্বরমুখী সিমেন্ট বোঝাই ট্রাকটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |
|
এই সেই ট্রাক। ছবি: তাপস ঘোষ। |
জনতা ট্রাকটি ধাওয়া করে। বেপরোয়া ভাবে চালিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ট্রাক-চালক কুশ ওঁরাও (৪০)। ট্রাকটি একটি পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। পোলবার বাসিন্দা কুশ গাড়ি থেকে নেমে পালাতে গেলে জনতা ধরে ফেলে। রাস্তাতেই পিটিয়ে মারা হয় তাঁকে। ভাঙচুর চালানো হয় ট্রাকে। বছর তিনেক আগে বর্ধমানের হিরাপুরে বালককে পিষে মারায় এক ট্রাক-চালককে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল জনতা। শুক্রবারের ঘটনায় উত্তেজনা ছড়ায় কামারকুণ্ডুতে। পুলিশ দেহ দু’টি উদ্ধার করতে গিয়ে বাধা পায়। ওই রাস্তায় হাম্প তৈরির দাবিতে জনতা দেহ দু’টি আটকে দুপুর ১২টা থেকে প্রায় দু’ঘণ্টা অবরোধ করে। এর পরে সিঙ্গুর ও গুড়াপ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ঘটনাস্থলে আসে। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ জনতার দাবি পূরণের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে। দেহ দু’টি তুলে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা হয়ে যায়। |
|