রামপুরহাটের বারমেশিয়া পাথর শিল্পাঞ্চল এলাকার একটি চায়ের দোকানে শুক্রবার ভোরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। দমকলের দু’টি ইঞ্জিন রামপুরহাট থেকে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রামপুরহাটের দমকল আধিকারিক স্বপন দত্ত জানান, চায়ের দোকান সংলগ্ন টায়ার মেরামতির দোকান ও একটি ক্রাশারের অফিসঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডে। আগুন লাগার ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন রামপুরহাটের আইসি অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
|
মুরারই ২ ব্লকের পাইকরে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সরেজমিন খতিয়ে দেখলেন দমকলের রামপুরহাট শাখার কর্মীরা। দমকল আধিকারিক স্বপন দত্ত বলেন, “এমনিতে ব্লক হাসপাতালগুলি যেহেতু একটি ফাঁকা ও বেশি জায়গায় তৈরি হয়েছে, সে জন্য অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রাথমিক ভাবে ঠিকই আছে। তবে আগুন নেভানোর যে-সব সরঞ্জাম দরকার, তার ব্যবহার ঠিকমতো স্বাস্থ্যকর্মীদের জানা নেই। আপাতত তাঁদের ওই সব সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি দেখানো হয়েছে।”
|
প্রয়াত হলেন কৃষিবিদ বৈদ্যনাথ দে। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ সিউড়ি ১ ব্লকের ভূরকুনা গ্রামে নিজের বাড়িতে বার্ধক্য জনিতরোগে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬। বিজ্ঞানসম্মত ভাবে চাষে সফল হওয়ায় একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০০৭ এ মুম্বইয়ের এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তাঁকে ‘ফার্মার অফ দ্য ইয়ার’ সম্মান দেয়।
|