টুকরো খবর
তালা ভেঙে চুরি দুর্গাপুরে
বাড়ির তালা ভেঙে গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে দুর্গাপুরের এসবিএসটিসি কলোনিতে ঘটনাটি ঘটেছে। এ দিন সন্ধ্যায় বাড়ির সকলে আসানসোলে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে টেলিফোনে খবর পান, বাড়ির পিছনের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা সর্বস্ব লুঠ করে পালিয়েছে। বিকেলে বাড়ি ফিরে রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বাড়ির কর্তা এসবিএসটিসি-র আধিকারিক স্বাগত সান্যাল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রধানকে হুমকির অভিযোগ
এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন রানিগঞ্জের জেমারি পঞ্চায়েতের সিপিএম প্রধান নিমাই ঘোষ। তিনি রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ছট পুজোর সময় বেলিয়াবাথানে তৃণমূল সমর্থক অজিত মাহাতোর বাড়ির মাটির দেওয়াল পঞ্চায়েত নির্মিত নর্দমায় পড়ে যায়। সপ্তাহখানেক আগে বৈঠক করে তাঁকে বলা হয়, মাটি সরিয়ে নিতে হবে। তার জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বেলিয়াবাথান ব্রহ্মচারী রোডে অজিত মাহাতো তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। নিমাইবাবুর অভিযোগ, “আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। গালিগালাজও করা হয়। যদিও অনেক আগেই সন্ত্রাস চালানোর অভিযোগে তৃণমূল তাকে বহিষ্কার করেছে বলে শুনেছি।” তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

বেতন পেলেন নিরাপত্তারক্ষীরা
চার মাস পরে বাকি থাকা দু’মাসের বেতন পেলেন সালানপুর এরিয়ার বেসরকারি নিরাপত্তারক্ষীরা। আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান নিরাপত্তারক্ষী ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, চার মাস আগেই যে বেসরকারি সংস্থার অনুমোদন কালো তালিকাভুক্ত করে দেওয়া হয়। এর জেরে কর্মীরা কাজ করেও বেতন পাচ্ছিলেন না। সপ্তাহ দু’য়েক আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বকেয়াও মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তখন।

স্টেশন পরিদর্শন
অন্ডাল, দুর্গাপুর ও পানাগড় স্টেশন পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জিসি অগ্রবাল। শুক্রবার দুর্গাপুর স্টেশনে নবনির্মিত ওয়েটিং রুম, ক্যান্টিনের উদ্বোধন করেন তিনি। পরে তিনি পানাগড় স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন। দুর্গাপুর রেল পরিষেবা সহায়ক সমিতির পক্ষ থেকে এ দিন স্মারকলিপি তুলে দেওয়া হয় জেনারেল ম্যানেজারের হাতে। সমিতির সভাপতি সুনীল চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুর থেকে হাওড়া ও শিয়ালদহ ট্রেন চালু করা, মহিলাদের জন্য আলাদা প্রতীক্ষালয়, অ্যাম্বুল্যান্স-সহ ১২ দফা দাবি জানানো হয়। জেনারেল ম্যানেজার জিসি অগ্রবাল দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

ট্রেনে বোমাতঙ্ক
ট্রেনে বোমা আছে এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ দিল্লিগামী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। এর জেরে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ আসানসোল স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া এসআরপির তরফে আসানসোল ডিভিশনে বোমার খবর আসে। আরপিএফের সিনিয়র সিকিউরিটি কমাডান্ট এসকে নিরালার নেতৃত্বে রেলপুলিশ ট্রেনে তল্লাশি চালায়। তবে কিছু পাওয়া যায়নি। আধ ঘণ্টা পরে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।

ছাত্রীকে মারধরে অভিযুক্ত বিধায়ক

ডাস্টার মেরে ছাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা, সিপিএম বিধায়ক জাহানারা খানের বিরুদ্ধে। শুক্রবার সকালে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে খুশি জেডিয়া নামে চার বছরের ওই নার্সারি ছাত্রীর চিকিৎসা করানো হয়। তার বাবা মহেশ জেডিয়া স্থানীয় কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিপিএমের জামুড়িয়া জোনাল সম্পাদক মনোজ দত্তের দাবি, “অভিযোগ ভিত্তিহীন। দলের জেলা সম্মেলনের জন্য জাহানারা বুধবার থেকে দুর্গাপুরে রয়েছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.