খেলার টুকরো খবর

টেনিকয়েটে বাংলার হার
জাতীয় সাবজুনিয়র টেনিকয়েটে মিক্সড্ ডাবলস ফাইনালে হেরে গেল বাংলা। বাংলার সোমা মণ্ডল ও অর্ণব সাঁতরাকে শুক্রবার হারিয়ে দিয়েছেন আনন্দা ও আদিত্যা সুমন ১৬-২১, ১১-২১ পয়েন্টে। ফলে একটি রুপো ছাড়া এই প্রতিযোগিতা থেকে বাংলার ভাঁড়ারে কিছুই জুটল না। এ দিকে, দলগত খেলায় ছেলেদের বিভাগে পুদুচেরিকে ০-৩ সেটে হারিয়ে খেতাব জিতেছে তামিলনাড়ু। মেয়েদের বিভাগে জিতেছে মহারাষ্ট্র।

রেফারিদের প্রশিক্ষণ
কালনায় চলছে রেফারিদের প্রশিক্ষণ শিবির। নিজস্ব চিত্র
কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রেফারি প্রশিক্ষণ শিবির। চলবে শনিবার পর্যন্ত। কালনা রেফারি অ্যাসোসিয়েশন আয়োজিত ওই শিবিরে ১৫ জনকে প্রশিক্ষণ দিচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইনস্ট্রাক্টর হরিসাধন ঘোষ। কালনা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য জিতেন দাস বলেন, “এর পরে মহকুমায় রেফারির সঙ্কট মিটবে বলে আশা করা যায়।”

বর্ধমানের ওয়াকওভার

পূর্বাঞ্চল আন্তঃ-বিশ্ববিদ্যালয় বাস্কেটবলে প্রথম ম্যাচে বিহারের বীর কানওয়ার সিংহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে বর্ধমান। প্রতিযোগিতা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার সকালে উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দা।

নার্সারি ক্রিকেট
নার্সারি ক্রিকেটে জেলা ক্রীড়া সংস্থা কোচিং ক্যাম্প ৩০ রানে হারিয়েছে বিনোদীমাধর কোচিং ক্যাম্পকে। প্রথমে ক্রীড়াসংস্থা করে ১৬ ওভারে ৮৯-৮। দলের হয়ে সর্বোচ্চ রান প্রীতম সেনগুপ্তের ১৮। বিনোদীমাধবের তমঘ্ন কুণ্ডু ১৭ রানে তিন ও সৌমিক সরকার ২১ রানে তিন উইকেট দখল করেছেন। জবাবে বিনোদীমাধব করে ১৬ ওভারে ৬৯-৫। সর্বোচ্চ অঙ্কন দাসের ১৪। ক্রীড়া সংস্থার সুমন মাইতি ১১রানে দু’টি উইকেট দখল করে।

ফাইনালে বর্ধমান
মালদহে আয়োজিত সিনিয়র আন্তঃজেলা ফুটবলের ফাইনালে উঠেছে বর্ধমান। শুক্রবার সেমিফাইনালে দার্জিলিংকে ৪-০ গোলে হারিয়েছে বর্ধমান। গোল করেছেন দীনু দাস, বাপী বিশ্বাস, রঞ্জিত সাঁতরা ও যুধিষ্ঠির হাঁসদা। শনিবার বর্ধমান ফাইনাল খেলবে হাওড়ার সঙ্গে।

জিতল বেগুট
ব্রজমোহন চ্যালেঞ্জ কাপে বৃহস্পতিবার হ্যাট্রিক করেন বেগুট মিলন সঙ্ঘের রঞ্জিত মুর্মু। তাঁরা বিদ্যাসাগর স্মৃতি সঙ্ঘকে হরায় ৩-০ গোলে। বুধবার তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ৩-১ গোলে হারায় আমরা সবাই ক্লাবকে।

বারাবনিতে জয় পেল অগ্রতি সঙ্ঘ
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল অগ্রতি সঙ্ঘ। তারা আরবিপি গৌরাণ্ডিকে ৪১ রানে হারায়। প্রথমে ব্যাট করে অগ্রতি ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। জবাবে ৬৬ রানের বেশি তুলতে পারেনি গৌরাণ্ডি। ৫২ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের বনি মাহাতো।

হারল শীতলপুর
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় কেন্দা ইয়ং স্টার। তারা ৩৮ রানে হারায় শীতলপুরকে। প্রথমে ব্যাট করে কেন্দা ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে। জবাবে শীতলপুর ১২৮ রানে শেষ হয়ে যায়। ব্যাটে ১২ বলে ২৩ রান ও বলে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের জগন্নাথ রায়।

স্মৃতি ক্রিকেট
মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল চিত্তরঞ্জন জেডএমডি। তারা রানিগঞ্জ জেপিআরডি-কে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে জেপিআরডি ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে। জবাবে জেডএমডি ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ২৫ বলে ৫৯ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের অরুণ কেসরি।

দক্ষিণপাড়ার হার
তিন নম্বর মহিশীলা কলোনি সোনালি শিবির আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল বৈতালিক। তারা সোনালি শিবির মাঠে দক্ষিণপাড়া মহিশীলাকে ৩৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে বৈতালিক ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে। জবাবে সব উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণপাড়া।

জয়ী এসএসসিসি
মদনডিহি যুবক সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল এসএসসিসি। তারা কেবিসিসি-কে ১২১ রানে হারায়। প্রথমে ব্যাট করে এসএসসিসি সব উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে। জবাবে কেবিসিসি-র ইনিংস ৭৪ রানে শেষ হয়ে যায়। সর্বোচ্চ ৫৯ রান করে ম্যাচের সেরা বিজয়ী দলের রাজা গুপ্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.