বৃদ্ধ ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। বুধবার সকালে আলিপুরদুয়ারের মারোয়াড়িপট্টি এলাকার একটি ছাতার দোকান থেকে পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম বসরাজ পুগলিয়া (৯০)। তাঁর দোকানের পাশেই নাতি অমিত পুগলিয়ার দোকান। রাতে বৃদ্ধ দোকানে ঘুমোলেও খাওয়াদাওয়া পরিবারের লোকেদের সঙ্গে লাগোয়া বাড়িতেই করতেন। এদিন সকালে অমিতবাবুই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। দোকানের দরজা ও কোলাপসিবল গেট খোলা ছিল। পুলিশ কুকুর আনা হলে সেটি গোটা এলাকাটি ঘোরে। মৃতদেহের মাথার পাশে রক্ত পড়ে থাকায় প্রাথমিক ভাবে খুনের সন্দেহ করা হচ্ছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “দোকানের বিছানায় বৃদ্ধের দেহ পড়েছিল। মৃতদেহের মাথার কাছে রক্ত ছিল। জলপাইগুড়ি থেকে পুলিশ কুকুর এনে তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে খুন বলে সন্দেহ হচ্ছে।” মৃতের নাতি অমিতবাবু বলেন, “ঠাকুরদা বাড়িতে খাওয়া দাওয়া করলেও রাতে নিজের দোকানে একা শুতেন। মঙ্গলবার রাতে সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে খাওয়াদাওয়া সেরে ঠাকুরদা দোকানে শুতে যান। আজ সকাল ৯টা নাগাদ বাইরে কাজে যাব বলে ঠাকুরদাকে প্রণাম করতে দোকানের পিছন দরজা দিয়ে ঢুকি। গিয়ে দেখি দরজা ভেজানো রয়েছে। ভেতরে ঢুকে ডাকাডাকি করার পরেও ঠাকুরদা না-ওঠায় গায়ের চাদর সরিয়ে লক্ষ করি ঠাকুরদার মারা গিয়েছেন। মাথার ডান দিকে রক্ত পড়ে রয়েছে। তখনই পরিবারের লোকেদের জানিয়ে ও পুলিশে খবর দিই।” |